এইদিন বিনোদন ডেস্ক,০১ অক্টোবর : দেশ এখন জামাত ইসলামি, বাংলাদেশ ন্যাশানাল পার্টি(বিএনপি), হিযবুত তাহরীরের মত কট্টরপন্থী গোষ্ঠীগুলির দখলে । মাঝে মধ্যেই দেশে ইসলামি শরিয়া শাসন লাগু করার আওয়াজ উঠছে । কোনো কোনো কট্টরপন্থী গোষ্ঠী গানবাজনা ও বিনোদন জগত নিষিদ্ধ ঘোষণার দাবিও তুলতে শুরু করেছে । এই পরিস্থিতিতে বিশেষ করে মুসলিম নারীদের চালচলন, পোশাক পরিচ্ছদের উপর শ্যেন দৃষ্টি রাখছে কট্টরপন্থীরা । তাই সেলিব্রিটিদেরও নিজেদের পোশাক পরিচ্ছদ ও চালচালন নিয়ে খুব সতর্ক থাকতে হচ্ছে । তার প্রমান পাওয়া গেল আজ বুধবার ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির ফেসবুক পেজে ।
ভিডিওতে দেখা যায়, বোরকা পরে দুই সন্তানকে নিয়ে গাড়িতে করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তিনি। পথেই সন্তানদের সঙ্গে গল্প করেন, হাসেন ও আদর করেন।পরে হাসপাতালে গিয়ে দুই শিশু সন্তানকে টিকা দেন তিনি। ভিডিওটির ক্যাপশনে পরীমনি লেখেন, ‘আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা (প্রিয়ম) বেশি কান্না করে নাই। বড় জনকে দেখেন, কী করে।’
কিন্তু পরীমনির পোশাক নিয়ে এখন জোর চর্চা শুরু হয়ে গেছে । কারন তার পরনে ছিল মিশ কালো বোরখা । কেবল চোখের কাছে অল্প কিছু অংশ উন্মুক্ত । আর গোটা শরীর বোরখায় ঢাকা৷ কিন্তু সেখানেও তিনি চশমা পরেছেন । অনেকে মন্তব্য করছেন যে ইসলামি উগ্রপন্থী গোষ্ঠীগুলির ভয়ে এক সময়ের দেশের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রীর এই দশা হয়েছে । কেউ কেউ আশঙ্কা প্রকাশ করে আফশোস করছেন যে হয়তো আর এই সুন্দরী অভিনেত্রীকে রুপালি পর্দায় দেখা যাবে না । যদিও পোশাক বিতর্কে এখনো মুখ খোলেননি অভিনেত্রী । তবে পরীমনিকে আপাদমস্তক ঢাকা পোশাকে দেখে খুব খুশি হয়েছে কট্টরপন্থীরা । তারা পরীমনির বোরখা পরা লুক এবং মায়ের দায়িত্বশীল ভূমিকার ভুয়সী প্রশংসা করছে ।।