এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৬ সেপ্টেম্বর : আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর থেকেই তালিবানদের আসল চেহারা সামনে আসতে শুরু করেছে । প্রকাশ্যে আসছে একের পর এক নিষ্ঠুর ঘটনা । বিশেষ করে তালিবান জঙ্গিদের টার্গেট হচ্ছেন দেশের মহিলারা । এবার আফগানিস্তানের ঘুর প্রদেশের ফিরোজকোহতে একজন মহিলা পুলিশ অফিসারকে তাঁর স্বামী ও সন্তানদের সামনে গুলি করে মেরে ফেলার ঘটনা সামনে আসলো । বানু নেগর(Banu Negar) নামে ওই মহিলা স্থানীয় একটি সংশোধনাগারে কাজ করতেন । তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন । খুন করার পর মহিলার মুখও ক্ষতবিক্ষত করে দেওয়া হয় ।
তালিবানরা মুখে শান্তি ও ক্ষমার কথা বললেও যত দিন যাচ্ছে ততই তাদের আসল স্বরূপ প্রকাশ্যে আসছে ৷ প্রাক্তন সেনাকর্মী-পুলিশ থেকে শুরু করে সরকারী কর্মীদের বেছে বেছে খুন করছে তালিবানিরা । শনিবার রাতেও এমনই এক প্রতিহিংসার নজির সৃষ্টি করেছে তালিবান জঙ্গিরা । স্থানীয় সংবাদমাধ্যম সুত্রে খবর, ওই দিন রাত্রি প্রায় দশটা নাগাদ বানু নেগর(৩৪) নামে ওই পুলিশ আধিকারিকের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের সামনে তাঁকে নৃসংসভাবে পেটানোর পর গুলি করে খুন করা হয় । তারপর স্ক্রুড্রাইভার দিয়ে তাঁর মুখ ক্ষতবিক্ষত করে দেওয়া হয় বলে খবর । যদিও এই ঘটনার দায় নেয়নি তালিবান ।তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের কথায়, ‘এই ঘটনার সঙ্গে তালিবানদের কোনও যোগ নেই । ঘটনার তদন্ত চলছে ।’
এদিকে তালিবানি শাসনের বিরুদ্ধে ও নিজেদের অধিকার রক্ষায় পথে নামলেন আফগানিস্তানের মহিলারা । নারী অধিকার কর্মীদের নেতৃত্বে কাবুলের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন শতাধিক মহিলা । নতুন সরকারে মহিলাদের সামিল করা,মেয়েদের স্কুল যাওয়ার অধিকার দেওয়া প্রভৃতি দাবি তোলেন বিক্ষোভকারীরা । সেই সময় তাঁদের জঙ্গি সংগঠনের সদস্যদের দুর্ব্যবহারের শিকার হতে হয় । মহিলাদের মিছিল রাষ্ট্রপতি ভবনের দিকে যেতে শুরু করলে তালিবানিরা রাস্তাতেই তাঁদের আটকে দেয় । মহিলাদের লক্ষ্য করে ছোড়া হয় টিয়ার গ্যাস ।।