এইদিন ওয়েবডেস্ক,ছত্তিশগড়,৩০ সেপ্টেম্বর : Shaadi.com-এ পরিচয়-প্রেম ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে এক প্রযুক্তিবিদের । কিন্তু কিছুদিন পরেই বান্ধবী ধর্ষণের মিথ্যা অভিযোগে মামলা দায়ের করে । ফলে জেলে যেতে হয় তাকে । আর জেল থেকে ছাড়া পেতেই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি । ছত্তিশগড়ের উসলাপুর রেলপথে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা সকলকে হতবাক করে দিয়েছে। বিলাসপুরের বাসিন্দা ২৯ বছর বয়সী ইঞ্জিনিয়ার গৌরব সাভানি ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে প্রাণ হারান। তার দেহ দুটি টুকরো হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে রেল পুলিশ মৃতদেহটি হেফাজতে নেয় এবং তার পরিবারকে খবর দেয়।
গৌরবের কাছ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে ঘটনার আসল কারণ প্রকাশ পেয়েছে। সে স্পষ্টভাবে লিখেছে যে প্রেমে তার সাথে প্রতারণা করা হয়েছে। গৌরব লিখেছে যে সে কয়েক বছর আগে কাজের জন্য নয়ডায় এসেছিল। সেখানে একটি Shaadi.com-এর মাধ্যমে দিল্লির এক তরুণীর সাথে তার পরিচয় হয়। তাদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে । কিন্তু হঠাৎ করেই ওই মহিলা তার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করেন।
গৌরবের ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ গুপ্তা বলেন, ‘গৌরব ছোটবেলা থেকেই মেধাবী ছিল কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলি তার মন ভেঙে দিয়েছিল ।’ তিনি জানান, ধর্ষণের মামলা দায়েরের পর গৌরব কারাগারে ছিলেন। মাত্র ১৫ দিন আগে তিনি জামিনে বেরিয়ে এসেছিলেন। বাড়ি ফিরে আসার পর থেকে তিনি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলেন। আগের মতো কারও সাথে মেলামেশা করছিলেন না, প্রতিবেশীদের সাথেও মেলামেশা করছিলেন না। তাকে সবসময় বিষণ্ণ এবং একাকী দেখাত । পুলিশ বিষয়টি তদন্ত করছে ।।