এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৮ সেপ্টেম্বর : জেলাপরিষদের অধিগ্রহণ করা জায়গায় পুরানো একটা বটগাছের ডালপালা কাটতে এসেছিল একটি পরিবারের সদস্যরা । স্থানীয় বাসিন্দারা বাধা দিলে ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আমারুন বাসস্ট্যান্ড এলাকায় । দু’পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডার খবর পেয়ে ভাতার থানার পুলিশ যায় ৷ পুলিশ বৈধ অনুমতি ছাড়া ওই গাছ বা গাছের ডালপালা কাটতে নিষেধ করলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
জানা গেছে,আমারুণ রেলস্টেশন থেকে বাসস্ট্যান্ড আসার মূল রাস্তার ধারেই রয়েছে ওই বটগাছটি। বটগাছের পাশ দিয়ে আরও একটি ঢালাই রাস্তা চলে গেছে । আড়া মৌজায় ৩০ দাগ নম্বরের জমির উপর দিয়ে গেছে রাস্তাটি৷ ১ একর ৮৯ শতক পরিমান ওই জায়গাটি বহুবছর আগেই জমি অধিগ্রহণ করে জেলাপরিষদ । এই রাস্তাটি আগে ছিল রেলস্টেশন থেকে বাসস্ট্যান্ড আসার মূল রাস্তা। এখন পাড়ার লোকজন চলাচল করেন। রাস্তার গায়ে বটগাছটির পাশেই রয়েছে অল্প কিছুটা ফাঁকা জমি রয়েছে। যার মালিক জনৈক তরুণ হাজরারা । তরুণবাবু ও তার পরিবারের লোকজন আজ রবিবার ডালপালা কাটতে এলে স্থানীয় বাসিন্দারা বাধা দেয় । আর তখনই দু’পক্ষের মধ্যে তুমুল হট্টগোল শুরু হয়৷
দেখুন ভিডিও 👇
তরুণবাবু জানান,বটগাছটির বেশ কিছু ডালপালা ও নামাল নেমে তাদের জায়গা অবরুদ্ধ করে রেখেছে। যেকারণে আজ তারা বটগাছের কয়েকটি ডাল কেটে জায়গাটি অবরোধ মুক্ত করতে চেয়েছিলেন। তার দাবি,’আগেই আমরা এই বিষয়ে পঞ্চায়েত ও বন দফতরের সঙ্গে কথা বলেছি। যদিও ডাল কাটার জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না বলেই আজ ডালগুলি কাটতে এসেছিলাম ৷’
যদিও স্থানীয় বাসিন্দা অভিজিৎ হাজরা,বুদ্ধদেব মুখোপাধ্যায়দের অভিযোগ,’ওরা কারোর কাছে কোনো অনুমতিই নেয়নি । গাছটি অনেক পুরানো। স্থানীয় বাসিন্দারা গাছের তলায় পুজো করেন। মাস দুই তিন ধরেই ওই পরিবারটি গাছটি কাটার সুযোগ খুঁজছিল । পুজোর ছুটির সময় চুপিসারে গাছ গাছ কাটার লোকজন সঙ্গে এনে গাছটি কাটার মতলব করেছিল । তখন আমরা সমবেত হয়ে গাছ কাটার অনুমতি দেখতে চাই । কিন্তু তারা কোনো অনুমতি দেখাতে না পারায় গাছটি কাটতে দিইনি ।’।