এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ সেপ্টেম্বর : কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির(Santosh Mitra Square Sarbojanin Durgotsab Samity) থিমের অভিনবত্ব প্রতি বছরেই দর্শনার্থীদের আকর্ষণ করে । তাদের এবারের থিম “অপারেশন সিঁদূর” । চতুর্থীর দিন এই পূজোর উদ্বোধন করে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । এই পূজোর প্রধান উদ্যোক্তা হলেন বিজেপি নেতা ও কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ ।
চতুর্থীর দিন থেকেই সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে দর্শনার্থীদের ঢল নেমেছে । কিন্তু সজল ঘোষ অভিযোগ তুলেছেন যে তাদের পূজো বন্ধ করার “চুড়ান্ত প্লান” তৈরি হয়ে গেছে । গতকাল তার এই পোস্ট ঘিরে তোলপাড় পড়ে গেছে । সজল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,”পুজো বন্ধ করার প্ল্যান চূড়ান্ত, জনমত-ই একমাত্র পথ” । তিনি আরও অভিযোগ করেছেন,’যত্র তত্র পুলিশ ব্যারিকেড করে দিয়েছে,মানুষ যেন মণ্ডপে পৌঁছতে না পারেন,মানুষ শিয়ালদহ স্টেশন অবধি যেতে পারছেন না, অলি গলিতে সর্বত্র ব্যারিকেড, এই পুলিশি জুলুমের মুখে কতক্ষণ পূজো চালাতে পারব জানিনা l আরও কিছু পুলিশি নোটিশ আসার অপেক্ষায় আছি। পাশে থাকুন। জনমত একমাত্র পথ।’
উল্লেখ্য,দক্ষিণ ২৪ পরগনার সাগরের চকফুলডুবি বাজারের সর্ব্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম ছিল “অপারেশন সিঁদূর” । কিন্তু পুলিশ প্রশাসন এই থিমে আপত্তি জানিয়ে জোর করে প্যান্ডেল খোলা করিয়েছে বলে অভিযোগ উঠছে । পূজো কমিটির অভিযোগ, “প্রশাসন স্পষ্ট বলে দিয়েছে যে এই থিমটা করা যাবে না “। কিন্তু কেন করা যাবে না তার সদুত্তর প্রশাসন দেয়নি । এনিয়ে তারা রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরার দিকে অভিযোগের আঙুল তুলেছেন । আর এই কারনে সরকারি অনুদান ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ওই পুজো কমিটির।
এদিকে এই একই থিম সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতেও । সেই কারনেই কি শাসকদল তৃণমূল কংগ্রেস পুলিশকে লেলিয়ে দিয়ে সজল ঘোষের পূজো বন্ধ করতে চাইছে ? যদি তাই হয়, তাহলে “অপারেশন সিঁদূর” থিমে শাসকদলের আপত্তি কেন ? এইসব বিস্তর প্রশ্ন উঠছে । কেউ কেউ মনে করছেন এর পিছনে মমতা ব্যানার্জির দলের ভোটব্যাংকের রাজনীতি কাজ করছে । বর্ষীয়ান সাংবাদিক প্রসূন মৈত্রের কটাক্ষ, ‘ইসলামিক রিপাবলিক অব ওয়েস্ট বেঙ্গলে আপনাকে স্বাগত।’।