এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৫ সেপ্টেম্বর : চোর সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বিদ্যুতের খুটিতে বেঁধে কিল,চড়,ঘুঁশির পাশাপাশি বাঁশ-লাঠি দিয়ে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠল একদল মানুষের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ী গৌড় কলেজ সংলগ্ন এলাকায় । খবর পেয়ে মঙ্গলবাড়ী ফাঁড়ির পুলিশ গিয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে । পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় । পুলিশ জানিয়েছে,আক্রান্ত ব্যক্তির নাম সরিফ শেখ । তাঁকে মারধরের ঘটনায় নিতাই রবি দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।পাশাপাশি ওই ব্যক্তি আদপেই মানসিক ভারসাম্যহীন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ।
স্থানীয় সুত্রে জানা গেছে,সম্প্রতি মঙ্গলবাড়ী থানার গৌড় কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা জনৈক এক ব্যক্তির মোটরবাইকটি চুরি যায় । শুক্রবার সরিফ শেখ নামে ওই ব্যক্তিকে এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয় । তাঁকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করে কয়েকজন স্থানীয় যুবক । কিন্তু সরিফ যে মানসিক ভারসাম্যহীন সেটা কেউ আন্দাজ করতে পারেনি । তাই তাঁর কথাবার্তা ও ভাবভঙ্গি দেখে স্থানীয় বাসিন্দাদের মনে বদ্ধমূল ধারনা জন্মে, সরিফই বাইকটি চুরি করেছে । আর তারপর স্থানীয় লোকজন মিলে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে গৌড় কলেজ এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে নিয়ে গিয়ে খুঁটিতে বেঁধে চড় লাথি ঘুঁসির পাশাপাশি লাঠিসোঁটা দিয়ে বেদম পেটাতে শুরু করে ।
তখন ঘটনাস্থলে দু’একজন সিভিক ভলেন্টিয়ার্সও ছিলেন । তাঁরা উত্তেজিত জনতাকে প্রতিহত করার চেষ্টা করেন । কিন্তু তাঁরা ব্যার্থ হন । শেষে থানা থেকে পুলিশবাহিনী গিয়ে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে উদ্ধার করে । ঘটনা প্রসঙ্গে মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারোর নেই । এই ঘটনায় আমরা কঠোর ব্যাবস্থা নেবো ।’ পাশাপাশি তিনি জেলাবাসীর কাছে বার্তা দেন, ‘আপনারা অনুগ্রহ করে কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না । কোনও ব্যক্তি বা কাউকে নিয়ে যদি আপনাদের কোনও সন্দেহ থাকে তাহলে স্থানীয় থানাকে জানান ।’।