এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২৬ সেপ্টেম্বর : আজ শুক্রবার(২৬ সেপ্টেম্বর) মহান শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬ তম জন্মজয়ন্তী ৷ প্রতি বছরের মত এবারেও সমারোহে বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী পালন করল বর্ধমান শহরের স্বেচ্ছাসেবী সংগঠন “মিলিত প্রয়াস” । এই উপলক্ষে আজ সকালে শ্রীরামকৃষ্ণ সারদাপিঠ প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করা হল । বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এআই অফ স্কুল অতনু হাজরা মূর্তিটির উদ্বোধন করেন। ফুলমালা দিয়ে এই মহান মনিষীকে শ্রদ্ধা নিবেদন করলেন স্কুল কর্তৃপক্ষ ও সংস্থার কর্মকর্তারা ৷ উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক প্রতনু রক্ষিত,প্রখ্যাত বাচিক শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী, ডক্টর শর্মিষ্ঠা চক্রবর্তী, শিল্পী অর্ধেন্দু দে, দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী জানান,এই বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের ছাত্র-ছাত্রীরা বিদ্যাসাগর মহাশয়ের উপর একটি নাটক পরিবেশন করেন এবং সবশেষে বিদ্যাসাগর মহাশয়ের জীবনীর উপর একটি প্রশ্নোত্তর পর্ব রাখা হয় ও বিজয়ীদের হাতে বিদ্যাসাগর মহাশয় এর জীবনীর উপর রচিত একটি করে পুস্তক তুলে দেওয়া হয়।।