এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,২৫ সেপ্টেম্বর : গত ২২শে এপ্রিল পহেলগাম হামলায় জড়িত সন্ত্রাসীদের লজিস্টিক সহায়তা দেওয়া মহম্মদ ইউসুফ কাটারি (Mohammad Yousuf Kataria) নামে স্থানীয় এক সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে । তার বাড়ি জম্মু ও কাশ্মীরের কুলগামে । কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার দক্ষিণ কাশ্মীর থেকে পুলিশ মহম্মদ ইউসুফকে গ্রেপ্তার করেছে ।
একজন কর্মকর্তা জানিয়েছেন,’গোয়েন্দা সূত্রের ভিত্তিতে, শ্রীনগর পুলিশ দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলা থেকে একজন ওভার গ্রাউন্ড কর্মীকে গ্রেপ্তার করেছে। তার নাম মোহাম্মদ ইউসুফ কাটারি (২৬) ।’
কর্মকর্তারা জানিয়েছেন যে পাহেলগাম হামলায় জড়িত যে সন্ত্রাসীদের লজিস্টিক সহায়তা প্রদানে তার ভূমিকা ছিল, অপারেশন মহাদেবের সময় তাদের নিকেশ করা হয়। ২৯শে জুলাইয়ের এনকাউন্টারে, সেনাবাহিনীর এলিট প্যারা কমান্ডোরা শ্রীনগরের উপকণ্ঠে তিন ওই সন্ত্রাসীকে গুলি করে নিকেশ করে।
ওই তিন সন্ত্রাসীর মধ্যে সুলেমান ওরফে আসিফও ছিল, যাকে ২২শে এপ্রিলের পাহেলগাম হামলার মূল পরিকল্পনাকারী বলে মনে করা হয়, যেখানে ২৬ জন, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন, ধর্ম পরিচয় নিশ্চিত করে হত্যা করা হয় । অন্য দু’জন জিবরান এবং হামজা আফগানি সন্ত্রাসী হিসেবে শনাক্ত করা হয়েছে। জিবরান ২০২৪ সালের অক্টোবরে সোনামার্গ টানেল হামলায় জড়িত ছিল।।