এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ সেপ্টেম্বর : বুধবার কলকাতার একাধিক পূজোমণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তার মধ্যে কলকাতার চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গাপুজোর উদ্বোধনে মহিলাদের সঙ্গে ডান্ডিয়া নৃত্য করতে দেখা গেছে তাঁকে । ঠিক তার আগের দিন, মঙ্গলবার বানভাসি কলকাতায় বিদ্যুস্পষ্ট হয়ে ৭ জনের মৃত্যুর ঘটনা ঘটায় মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নৃত্য সমালোচিত হচ্ছে । বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা বলছেন, “লাশের উপর নাচ” । অন্যদিকে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার “ব্যর্থ মুখ্যমন্ত্রী অমানবিক ও নিষ্ঠুর” বলে কটাক্ষ করেছেন ।
মমতা ব্যানার্জির “ডান্ডিয়া নৃত্য” নিয়ে অগ্নিমিত্রা পাল ফেসবুকে পোস্ট করা একটা ছড়ায় লিখেছেন :
“লাশের উপর নাচ
বারোটা প্রাণ গেল হঠাৎ,
বিদ্যুতের আগুনে কাঁদল আকাশ।
শোকের সাগর ভাসছে ঘরে,
ক্ষমতাধর তবু নাচে প্রকাশ।
রক্ত শুকোয়নি চোখের জলে,
চিতা গরম এখনো ভস্মে,
তবু মঞ্চে সাজে উল্লাস,
লাশের উপর নাচে আস্তে আস্তে।
প্রশ্ন জাগে—কতটা নির্দয়?
প্রাণের দামে উৎসবের জয় ?”
অন্যদিকে সুকান্ত মজুমদার এক্স-এ লিখেছেন,’তাঁর প্রশাসন এবং পুরসভার চূড়ান্ত অকর্মণ্যতা এবং অপদার্থতার জন্য পবিত্র দেবীপক্ষের মধ্যে এতগুলি নিরীহ মানুষের প্রাণ অকালে চলে গেল। সেই মৃত্যুর নূন্যতম দায় স্বীকার না করে, জনসাধারণের কাছে হাতজোড় করে ক্ষমা প্রার্থনা না করে তিনি পরের দিনই ব্যস্ত রয়েছেন আমোদ-প্রমোদে, হাসিমুখে ডান্ডিয়া খেলতে!’
তিনি আরও লিখেছেন,’এই ছবি থেকেই স্পষ্ট হয়ে যায় পশ্চিমবঙ্গের অযোগ্য, ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক কতটা অমানবিক, নিষ্ঠুর! ওনার সরকারের সীমাহীন দুর্নীতি, প্রতারণা এবং অপদার্থতার জন্য যাঁদের প্রাণ গিয়েছে, তাঁদেরও পরিবার-পরিজন-সন্তান ছিল। উৎসবের এই দিনে তাঁরাও হয়তো আনন্দে পরিবারের সঙ্গে মুহূর্ত উপভোগ করতে পারতেন, কিন্তু তাঁদের প্রাণ কেড়ে নিয়েছে নির্লজ্জ, সর্বনাশা তৃণমূলের লোভ, দুর্নীতি আর অপদার্থতা। এতগুলো মানুষের জীবন কেড়ে নিয়ে এই বর্বরতার আমোদ স্ফূর্তির জন্য লজ্জা করে না ব্যর্থ মুখ্যমন্ত্রীর?’
এদিকে কলকাতার বাসিন্দাদের মানসিকতা নিয়েও প্রশ্ন উঠছে৷ মমতা ব্যানার্জি ভবানীপুর ৭০ পল্লি শীতলা মন্দিরের দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা করলে উপস্থিত মহিলা ও পুরুষদের হাততালি দিতে দেখা যায় ৷ যা নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে । মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট করতে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণায় কিভাবে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হাততালি দিতে পারে তা নিয়ে প্রশ্ন উঠছে । যদিও তাদের থামিয়ে মমতা বলেন, ‘এটা হাততালি দেওয়ার ব্যাপার নয়, এটা মানবিকতা ।’ এদিকে মমতা ব্যানার্জি কলকাতায় বানভাসির জন্য ডিভিসি এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর জন্য সিইএসসির ঘাড়ে যাবতীয় দায় চাপিয়ে দেওয়ায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহল থেকে ।।