এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৫ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের পাঁচটি বুথ জোর করে মুসলিম প্রধান এলাকায় করার অভিযোগ তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার । তার আরও অভিযোগ যে তৃণমূলের এই চক্রান্তে সাহায্য করেছে কংগ্রেস এবং সিপিএম । সুকান্তর উল্লিখিত ওই ৫টি বুথের মধ্যে আউশগ্রাম-১ ব্লকের ২০৫,২০৬ এবং ২২৫ নম্বর বুথ রয়েছে । এছাড়া আউশগ্রাম-২ ব্লকে রয়েছে ১৫৩ ও ২৩৫ নম্বর বুথ ।
সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে বুথের তালিকা দিয়ে লিখেছেন,’হিন্দু ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে না পারে তাই পূর্ব বর্ধমানের আউশগ্রামের পাঁচটি বুথ জোর করে মুসলিমপ্রধান এলাকায় করতে চাইছে তৃনমূল কংগ্রেস এবং মমতা-প্রশাসন! এই নোংরা চক্রান্তের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আবেদন করেছিল নির্বাচন কমিশনের কাছে, কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের প্রস্তাবেই সায় মিলিয়েছে কংগ্রেস এবং সিপিএম! ফলে বিজেপির এই আবেদন নাকচ করেছে কমিশন।’ তিনি আরও লিখেছেন,’যারা অহরহ ‘সেটিং সেটিং’ বলে চিৎকার করে জনগণকে ধোঁকা দেয়, তারাই যে একান্ত গোপনে তৃণমূলের ‘ইসলামীকরণ’ এর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়িত করছে তার সাক্ষ্য বহন করছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের এই ঘটনা।’
সুকান্ত মজুমদারের দেওয়া তালিকা অনুযায়ী, ২৭৩ আউশগ্রাম (এসসি)-এর আউশগ্রাম-১ ব্লকের ২০৬ নম্বর বুথটি ছিল গুসকরা পি. পি. ইনস্টিটিউশনে । রেশনালাইজেশনের পরে ইটাচান্দা এফ.পি. স্কুলের ২৩১ বুথে করা হয়েছে (যদি নির্বাচন কমিশন দ্বারা অনুমোদিত হয়) । একই ভাবে,গুসকারা পি.পি. ইনস্টিটিউশনের ২০৫- নম্বর বুথটি ইটাচান্দা এফ.পি. স্কুলের ২৩০ নম্বর বুথ করা হয়েছে । মালিদাপাড়া এফ.পি স্কুলের ২২৫- নম্বর বুথটি দিগনগর প্রথমিক বিদ্যালয়ের ২৫১ নম্বর বুথ করা হয়েছে ।
আউশগ্রাম-২ ব্লকের এড়াল ২ এফপি স্কুলের ২৩৫ নম্বর বুথটি রঘুনাথপুর পিআর স্কুলের ২৬৬ নম্বর বুথ করা হয়েছে । এছাড়া রানীগঞ্জ এফপি স্কুলের ১৫৩ নম্বর বুথ কুলডিহা এফপি স্কুলের ১৭৬ নম্বর বুথ করা হয়েছে । যদিও ০৮.০৯.২০২৫ তারিখে কমিশনের ডাকা সভায় উপস্থিত সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের দ্বারা সর্বসম্মতভাবে প্রস্তাব গৃহীত হয়নি বলে জানানো হয়েছে । তবে সুকান্ত মজুমদারের অভিযোগ প্রসঙ্গে শাসকদল ও তার দুই জোট সঙ্গে কংগ্রেস ও সিপিএমের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি ।।