এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৪ সেপ্টেম্বর : কোনো এক অজ্ঞাত কারণে এবারে মালদা জেলার চাঁচলের বিবেকানন্দ স্মৃতি সমিতির দুর্গাপূজার অনুমতি দেননি চাঁচল-১ ব্লকের বিডিও থিনলে ফুন্টসেন্ট ভুটিয়া । তারই প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় বিডিওর দপ্তরে ঢুকে তাকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন ক্লাবের লোকজন । কিন্তু দীর্ঘ দিন ধরে দুর্গাপূজা করে আসা ওই ক্লাবকে কেন সরকারিভাবে অনুমতি দেওয়া হল না তার কোনো সদুত্তর দিতে পারেননি বিডিও৷ এনিয়ে একদিকে যেমন ক্লাব কর্তৃপক্ষ চরম ক্ষুব্ধ, পাশাপাশি হতাশ এলাকার বাসিন্দারা ।
চাঁচল বিবেকানন্দ স্মৃতি সমিতির পুজো উদ্যোক্তারা জানান, তারা একটি সরকারি জায়গায় দীর্ঘ ৫০ বছর ধরে পুজো করে আসছেন। এবছর পুজোর সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করার কথা ছিল । সেই মতো সমস্ত প্রস্তুতি সম্পন্ন । পুজো মন্ডপও তৈরি করে ফেলেছেন তারা । কিন্তু এখনও পুজোর অনুমতি মেলেনি। তাদের অভিযোগ,পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেলেও কোনো এক অজ্ঞাত কারণে অনুমতি দিতে গড়িমসি করছেন বিডিও । কিন্তু কেন তিনি এই কাজ করছেন তা তাদের অজানা ৷ এদিকে ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ছে এলাকায় ।।