• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশের অন্তত ৭০০ পূজা মণ্ডপ ইসলামি হামলার ঝুঁকিতে আছে, সেনা মোতায়েন চায় সনাতনী জোট

Eidin by Eidin
September 23, 2025
in আন্তর্জাতিক
বাংলাদেশের অন্তত ৭০০ পূজা মণ্ডপ ইসলামি হামলার ঝুঁকিতে আছে, সেনা মোতায়েন চায় সনাতনী জোট
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৩ সেপ্টেম্বর : বাংলাদেশের সাতক্ষীরা,কুমিল্লা, চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ ও রাজশাহী প্রভৃতি জেলা মিলে এমন অন্তত ৭০০ টি পুজো কমিটি সম্ভাব্য ইসলামি হামলার আশঙ্কায় আশঙ্কিত । বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট ওই মণ্ডপগুলিকে অত্যন্ত  ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে দুর্গাপূজা উদযাপন ‘নির্বিঘ্নে’ সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে ।

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনটির প্রতিনিধি প্রদীপ কান্তি দে বলেন,’এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য এসেছে যে পাঁচটি জেলার সাতটি পূজা মণ্ডপে প্রতিমা ভাংচুর করা হয়েছে। আমরা আশঙ্কা করছি, এ বছর ৭০০ এর উপরে পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।’ ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপের মধ্যে সবচেয়ে বেশি সাতক্ষীরা জেলার তথ্য দিয়ে তিনি বলেন,’ইতিমধ্যে সাতক্ষীরার ৫৫টি পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি কুমিল্লা, চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ ও রাজশাহীসহ সামগ্রিকভাবে প্রত্যেকটা জেলাতেই ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপ রয়েছে।’ 

ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি সরকারি খরচে ক্লোজড সার্টিক ক্যামেরা রাখারও দাবি রেখেছেন সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি প্রদীপ কান্তি দে। এই বিষয়ে তিনি বলেন,’যেহেতু বর্তমানে সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের কাজ করে যাচ্ছে। সে কারণে আমরা দাবি জানিয়েছি এবারের পূজাতেও যেন সেনা মোতায়েন করা হয়। যাতে আমরা নিরাপদে ও শান্তিপূর্ণভাবে পূজা পালন করতে পারি।’ 

আর এক প্রতিনিধি পিযুষ দাসের বক্তব্য,’এখন পূজা কবে জানার জন্য ক্যালেন্ডার দেখতে হয় না, প্রতিমা ভাংচুরের খবর শুনলেই জানা যায় পূজা এসে গেছে।’

তিনি বলেন,’মণ্ডপে যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশের বাইরে থেকেতো কেউ এসে হামলা করেনি।বাংলাদেশের ভেতর থেকেই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। তারপরেও প্রশাসন কেন ঠেকাচ্ছে না ? কারা এই দৃস্কৃতিকারী তাদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হোক।’  সুশান্ত সুশান্ত অধিকারী ‘নির্বিঘ্নে’ পূজা উদযাপনের নিশ্চয়তা চেয়ে প্রশ্ন তুলে বলেন,’জামায়াত -শিবির, আওয়ামী লীগ, বিএনপি বলেন বা এনসিপি বলেন এরা কেন আমাদের প্রতিমা পাহারা দেবে? এই দেশের নাগরিক হিসেবে পূজা পার্বণ ও অনুষ্ঠান করা আমাদের জন্মগত নাগরিক অধিকার। তাই সকলের কাছে প্রশ্ন আমাদের প্রতিমা কেন পাহারা দিতে হবে? অন্যান্য সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানতো পাহারা দেওয়ার কথা নয় ৷’

গত বছরের ১৭ নভেম্বর নভেম্বরের মাঝামাঝি সময়ে ‘বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ’ এবং ‘বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের’ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের’ ঘোষণা করে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা করেছিলেন জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।এরপর গত ২৫ নভেম্বর ঢাকা থেকে চিন্ময়কে রাষ্ট্রদ্রোহের মিথ্যা অভিযোগে করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়, এরপর থেকে কারাগারেই আছেন তিনি। আজকের সাংবাদিক সম্মেলনেও আসন্ন পূজার আগেই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবি করেন সংগঠনের প্রতিনিধিরা।সরকারের কাছে পাঁচদফা দাবি তুলে ধরে প্রদীপ কান্তি দে বলেন,’চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ আমাদের নেতৃবৃন্দের অনেককে বিনা কারণে শুধুমাত্র আন্দোলনে অংশগ্রহণ করার কারণে বিভিন্নভাবে মামলায় আটক করে রাখা হয়েছে। আমরা চাই আইন আইনের মত চলুক।’ পূজার আগে অন্তত জামিনে হলেও চিন্ময় দাসের মুক্তিসহ অক্টোবরের শুনানিতে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তিনি।

বাকি চার দাবির মধ্যে এবার সারাদেশে ৩৩ হাজার মন্ডপের পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের নিশ্চয়তা, পূজায় তিন দিনের ছুটি ঘোষণা,ইতিপূর্বে তাদের ‘যৌক্তিক’ আট দফা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া এবং সনাতনী সম্প্রদায়কে রাষ্ট্রের সকল ক্ষেত্রে অন্তর্ভুক্তির দাবি করেন  প্রদীপ কান্তি দে।

এর আগে লিখিত বক্তব্যে আর এক প্রতিনিধি প্রসেজিৎ কুমার হালদার রাষ্ট্রের কাছে জানিয়ে আসা তাদের আট দফার কথা পূনর্ব্যক্ত করেন।

১. সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য ‘নিরপেক্ষ তদন্ত কমিশন’ গঠনের মাধ্যমে ‘দ্রুত বিচার ট্রাইব্যুনাল’ গঠনপূর্বক দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

২. অনতিবিলম্বে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন করতে হবে।

৩. ‘সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়’ গঠন করতে হবে।

৪. সংখ্যালঘু হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ‘হিন্দু ফাউন্ডেশনে’ উন্নীত করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে।

৫. ‘দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন’ প্রণয়ন এবং ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন’ যথাযথ বাস্তবায়ন করতে হবে।

৬. সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় কলেজ ও সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনাকক্ষ বরাদ্দ করতে হবে।

৭. ‘সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড’ আধুনিকায়ন করতে হবে।

৮. শারদীয় দুর্গাপূজায় ৫ দিন ছুটি দিতে হবে। পাশাপাশি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান প্রধান ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটি প্রদান করতে হবে।

এর আগে দুর্গাপূজাকে সামনে রেখে দেশের ২৯ জেলাকে ‘ঝুঁকিপ্রবণ’ হিসেবে চিহ্নিত করেছে নাগরিক সমাজকে নিয়ে নবগঠিত প্ল্যাটফর্ম ‘সম্প্রীতি যাত্রা’।এর আগে দুর্গাপূজাকে সামনে রেখে দেশের ২৯ জেলাকে ‘ঝুঁকিপ্রবণ’ হিসেবে চিহ্নিত করেছে নাগরিক সমাজকে নিয়ে নবগঠিত প্ল্যাটফর্ম ‘সম্প্রীতি যাত্রা’। এর মধ্যে রোববার মহালয়ার মাধ্যমে এবারের দুর্গোৎসবের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পঞ্জিকা অনুযায়ী এবার মহালয়ার সপ্তম দিন অর্থাৎ আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে পাঁচদিনের দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।এরপর ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, অক্টোবরের ১ তারিখ নবমী এবং ২ অক্টোবর দশমীর সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি হবে ।পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এবার দুর্গাপূজা হবে এবার ৩৩ হাজার ৫৭৬টি মণ্ডপে। এর মধ্যে ঢাকা মহানগরীতে ২৫৫টি মণ্ডপে পূজা হওয়ার কথা রয়েছে।।

Previous Post

কলকাতা বানভাসির দায় ডিভিসির ঘাড়ে চাপালেন মমতা, শুভেন্দুর প্রশ্ন : “আর কত দিন এই অরাজকতা চলবে ?” 

Next Post

হিন্দু ধর্মকে “ডেঙ্গু-ম্যালেরিয়া” বলা তামিলনাড়ুর স্ট্যালিন মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষার শপথ করলেন 

Next Post
হিন্দু ধর্মকে “ডেঙ্গু-ম্যালেরিয়া” বলা তামিলনাড়ুর স্ট্যালিন মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষার শপথ করলেন 

হিন্দু ধর্মকে "ডেঙ্গু-ম্যালেরিয়া" বলা তামিলনাড়ুর স্ট্যালিন মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষার শপথ করলেন 

No Result
View All Result

Recent Posts

  • ফ্রান্সের নিওর্টে ২০ বছরের আফগান শরণার্থীর ধর্ষণে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধার  
  • স্কুলে শিক্ষকতার চাকরি হারিয়ে এখন ঝালমুড়ি বিক্রেতা, রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে করুন পরিনতির মুখে মালদার দম্পতি ; দুষছেন মমতা ব্যানার্জিকে 
  • “বিন্দি” না লাগানোর জন্য প্রশ্ন করায় বলেছিলেন “মাই চয়েস”, এখন আবুধাবির মসজিদে ‘আবায়া’ পরে পর্যটনের প্রচার করে ট্রোল হচ্ছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ; সঙ্গে স্বামী রনবীর সিং ইসলামি কায়দায়
  • হিন্দু হওয়ার অপরাধে স্ত্রীকে চাকরিচ্যুত করেছে ইসলামী ব্যাঙ্ক, উদ্বেগে হৃদরোগে মৃত্যু স্বামীর
  • উত্তরবঙ্গ থেকে ভেসে যাওয়া কাঠের গুঁড়ি ‘চন্দন কাঠ’ বলে ২০ থেকে ৩৫ হাজার টাকায় বিকোচ্ছে বাংলাদেশে
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.