এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ সেপ্টেম্বর : শারদোৎসবের আবহে খাস কলকাতায় বিদ্যুস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে । সোমবার রাতভর বৃষ্টিতে কার্যত ভাসছে শহর। আজ মঙ্গলবার সকালেও পার্কস্ট্রিট ফুটপাথে এক হাঁটু জল জমে থাকতে দেখা যায় । কলকাতার নেতাজিনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে । এছাড়া কালিকাপুর,বালিগঞ্জ প্লেস, বেনিয়াপুকুর এবং একবালপুরে এভাবে বেঘোরে প্রাণ হারাতে হয়েছে। সব মিলে কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷
জানা গেছে,প্রথম মৃত্যুর ঘটনা ঘটে কলকাতার নেতাজিনগরে । পেশায় ফল বিক্রেতা বৃষ্টির মধ্যে ভোরবেলায় সাইকেল নিয়ে ব্যবসাস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন । সেই সময়ই রাস্তায় জলের তোড়ে তিনি সাইকেলের ভারসাম্য হারান । জলে পড়ার হাত থেকে নিজেকে বাঁচাতে রাস্তার পাশে একটি বিদ্যুৎ খুঁটিকে ধরেন । কিন্তু খুঁটিটি বিদ্যুৎ বাহিত হওয়ায় সেখানেই তার মৃত্যু হয় । এছাড়া বেনিয়াপুকুরে একটি মিষ্টির দোকানের সামনে থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। পাশাপাশি বালীগঞ্জের ফুটপাথ থেকে আরও এক ব্যক্তিরও দেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে বৃষ্টিপাতে এত বেশি জল জমে আছে যে কোথায় কোথায় মৃতদেহ উদ্ধার করা পর্যন্ত সম্ভব হয়নি । তার মধ্যে নেতাজিনগরেই সাইকেল আরোহীর দেহ দীর্ঘক্ষণ রাস্তার মধ্যেই পড়ে থাকতে দেখা গেছে । শর্ট সার্কিটের কারনে দমকলও ঢুকতে পারছে না এলাকায় । বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য সিইএসসি-কে খবর দেওয়া হয়েছে । এদিকে একের পর এক মৃত্যুর ঘটনায় শহর জুড়ে খোলা মিটার বক্সের জন্য ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ।।