এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২২ সেপ্টেম্বর : ইসলামের নবী হজরত মহম্মদ ও তার স্ত্রী আয়েশাকে নিয়ে কটুক্তির মিথ্যা অভিযোগে বাংলাদেশের রূপগঞ্জ উপজেলার প্রীতম দাস (২১) নামের এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইছাপুরা বাজার এলাকা থেকে প্রীতম দাসকে গ্রেপ্তার করা হয়। প্রীতম দাস ওই এলাকারই বাসিন্দা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ তরিকুল ইসলাম বলেন,’উপজেলার ইছাপুরা এলাকায় প্রীতম দাস নামে এক যুবক ফেসবুকে হযরত মুহাম্মদ (সা.) ও আয়েশা (রা.)-কে নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া মন্তব্য ও পোস্ট করে। খবর পেয়ে স্থানীয় জনতা তার বাড়ির সামনে ভিড় করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ তাকে হেফাজতে নেয়।” তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রীতম দাস স্বীকার করেছেন যে তার নিজস্ব ফেসবুক আইডি থেকে তিনি উক্ত কটূক্তিমূলক পোস্ট ও মন্তব্য করেছেন। অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে প্রীতম দাসকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।।

