শ্যামসুন্দর ঘোষ,মেমারি(পূর্ব বর্ধমান),১৯ সেপ্টেম্বর : দুটি বাসের রেষারেষিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেলো পূর্ব বর্ধমান জেলার মেমারিতে । একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ডাম্পারের পিছনে ধাক্কা দিল অন্য বাসটি । প্রবল ঝাঁকুনিতে ওই বাসের যাত্রীরা ভিতরে ছিটকে পড়ে৷ বাসের ধাতব যন্ত্রাংশে আঘাত লেগে কারো কারোর মাথাও ফাটে ৷ এই দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১৬ জন যাত্রী ৷ তাদের মেমারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় মেমারি থানার পুলিশ । আহদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
জানা গেছে,আজ শুক্রবার বিকেলে দুর্ঘটনাগ্রস্ত বাসটি কালনা থেকে মেমারির দিকে যাচ্ছিলো । সাতগেছিয়ায় আরও একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাসটির রেষারেষি শুরু হয় । এরপর বিকেল প্রায় ৩:৫৫ নাগাদ বাস দুটি গন্তার চন্ডীতলার কাছে এলে দুর্ঘটনাটি ঘটে ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,একটি বাস আর একটি বাসকে ওভারটেক করার জন্য হঠাৎ গতি প্রচুর বাড়িয়ে দেয় চালক । ঠিক সেই সময় একই মুখে যাচ্ছিল একটি ডাম্পার ৷ গতি বাড়ানো বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে । বাসটি এতটা জোরে ধাক্কা মারে যে তার সামনের দিকের অংশ দুমড়েমুচড়ে যায় । পরে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় মেমারি থানার পুলিশ । পুলিশ বাসটিকে আটক করেছে ।।

