এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৮ সেপ্টেম্বর : বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের লালবাগের অভিজাত এলাকায় একটি তিন তারকা হোটেলে চলা মধুচক্রে হানা দিল পুলিশ । লালবাগের সিরাজাদুল্লা রোডে রয়েছে ওই হোটেলটি । একটি চক্রের বিরুদ্ধে মহিলাদের আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগ উঠেছে । উদ্ধার হয়েছে ৩ মহিলা ৷ পুলিশ হোটেলের ম্যানেজার, চক্রের এজেন্টসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে । পাশাপাশি প্রচুর পরিমানে বিয়ারের বোতল ও গর্ভনিরোধক ট্যাবলেট উদ্ধার হয়েছে বলে জানা গেছে ।
মুর্শিদাবাদ জেলা পুলিশের এক আধিকারিক জানান, কয়েকজন মহিলাকে আটকে রেখে দেহ ব্যবসা চালানো হচ্ছিল। প্রাথমিক তদন্তে ধৃত ম্যানেজার পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, টাকার বিনিময়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলাদের নিয়ে এসে দেহ ব্যবসায় নামানো হত। তাদের জেরা করে নানা তথ্য উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি ।।