প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৩ সেপ্টেম্বর : কুয়ো থেকে থেকে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনার দিনেই জলাশয় থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ । পৃথক এই দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের নাদনঘাট ও পূর্বস্থলী থানা এলাকায়। মৃতরা হলেন কমলা ওঁরাও (৫৬) ও দুলাল বিশ্বাস (৫১)। শুক্রবার দু’জনেরই মৃতদেহের ময়নাতদন্ত হয় কালনা মহকুমা হাসপাতাল মর্গে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দুই থানার পুলিশ দুটি মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ,মহিলা কমলা ওঁরাও এর বাড়ি নাদনঘাট থানার শ্রীরামপুর এলাকায়।এদিন সকালে বাড়ি সংলগ্ন কুয়োর মধ্য থেকে উদ্ধার হয় তাঁর দেহ । তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকজন জানিয়েছেন, কমলাদেবী বৃহস্পতিবার রাতে ছেলে ও পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে ঘুমোতে যান। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা কমলাদেবীকে দেখতে পান না। পরে তাঁদের নজরে পড়ে বাড়ি লাগোয়া কুয়োয় কমলাদেবীর মৃতদেহ ভাসছে । কি ভাবে কমলাদেবী কুয়োর জলে পড়ে গেলেন তার কিছুই বুঝে উঠতে পারছেন না পরিবার সদস্যরা ।
অপর মৃত দুলাল বিশ্বাসের বাড়ি পূর্বস্থলীর ২ ব্লকের কালেখাঁতলা ১ পঞ্চায়েতের অন্তর্গত ফলোয়ার দক্ষিণ রেলগেট এলাকায় ।পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে তিনি তাঁর বাড়ির পাশের একটি পুকুরে স্নান করতে যান। তার পর থেকে পরিবারের লোকজন তাঁর আর কোন খোঁজ পান না । এদিন ওই পুকুর থেকেই উদ্ধার হয় দুলাল বিশ্বাসের মৃতদেহ। পুলিশ মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে এদিন ময়নাতদন্তে পাঠায় । স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে যাওয়াতেই দুলালবাবুর মৃত্যু হয় বলে অনুমান পুলিশের ।।