নীল পাঠক,নন্দীগ্রাম(পুর্ব মেদিনীপুর), ২৯ নভেম্বর :
মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর পর সোমবার প্রথম নিজের কেন্দ্র নন্দীগ্রামে পা রাখতে চলেছেন বিধায়ক শুভেন্দু অধিকারী। আর তানিয়েই ” আমরা দাদার অনুগামী” পোষ্টারে ছয়লাপ এলাকা।
এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সবচেয়ে আলোচ্য নাম শুভেন্দু অধিকারী। মনপ্রাণে দলের সঙ্গে তার একপ্রকার বিচ্ছেদ হয়ে গেলেও কাগজেকলমে তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক।আর তার কেন্দ্র হল নন্দীগ্রাম। যে নন্দীগ্রাম আন্দোলনই কার্যত তিদশকের বামরাজত্বের ভিত নড়িয়ে দিয়েছিল। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সেই আন্দোলনের অন্যতম সেনাপতি ছিলেন শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রাম বাসস্ট্যাণ্ডের রাস উৎসবে সোমবার সকাল ১১টা নাগাদ তাঁর যোগ দেওয়ার কথা। নন্দীগ্রাম-২ নম্বর ব্লকের রেয়াপাড়া থেকে দাদার অনুগামীরা বাইক মিছিল করে শুভেন্দুবাবুকে প্রায় ৮ কিলোমিটার রাস্তা নিয়ে আসবেন। তারই প্রস্তুতিতে চারিদিকে লাগানো হয়েছে ‘আমরা দাদার অনুগামী’ পোস্টার। রবিবার বিরুলিয়া অঞ্চলে তৃণমূল নেতা হরিপদ মান্নার নেতৃত্বে এই পোস্টার লাগানো হয়েছে বলে জানা গিয়েছে।
নন্দীগ্রামের বাসিন্দা বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি প্রলয় পাল বলেন, ‘২০০৭ সাল থেকে শুভেন্দুবাবুর সঙ্গে নন্দীগ্রামবাসীর ঘনিষ্ঠ যোগাযোগ। নন্দীগ্রাম থেকে জিতে তিনি বিধায়ক ও মন্ত্রী হয়েছেন। তিনি নন্দীগ্রামের রাস উৎসবে আসবেন এটাই স্বাভাবিক। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।এটা অরাজনৈতিক কর্মসূচি।”
কিন্তু নন্দীগ্রামের শুভেন্দু অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মন্ত্রিত্ব ছাড়ার পর শুভেন্দুবাবু নন্দীগ্রামে এসে কী বার্তা দেন ।।