এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৭ সেপ্টেম্বর : ক্লোজ করা হল মালদা জেলার ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষকে৷ মঙ্গলবার মালদা রেঞ্জের আইজিপি এবং পুলিশ সুপারের কাছে মেল বার্তা দিয়ে রাজ্য পুলিশের এডিজি’র পক্ষ থেকে আইসিকে ক্লোজ করার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি সঞ্জয় ঘোষকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত লালবাজারে রিপোর্ট করার জন্য । তার পরিবর্তে ইংরেজবাজার থানার আইসির দায়িত্ব দেওয়া হয়েছে মালদা সাইবার ক্রাইম থানার আইসি বাপন দাসকে । এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । বিজেপির দাবি, নেতা-মন্ত্রীদের আড়াল করতে আইসিকে বলির পাঁঠা করল শাসকদল । অন্যদিকে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছে ।
২০২৪ সালের পয়লা ফেব্রুয়ারী ইংরেজবাজার থানার আইসির দায়িত্ব গ্রহণ করেন সঞ্জয় ঘোষ । চলতি বছর ইংরেজবাজার থানা এলাকায় একের পর এক খুন, ধর্ষণ, সংঘর্ষসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ব্যাপক বেড়ে গিয়েছিল । তার জেরেই আইসি সঞ্জয় ঘোষকে ক্লোজ করা হয়েছে বলে সূত্রের খবর ।
বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাসের দাবী,আইসি সঞ্জয় ঘোষ অপরাধ দমন করতে চাইলেই তাকে কাজ করতে দেয়নি শাসকদলের নেতামন্ত্রীরা । আইসিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে বলির পাঁঠা করা হল বলে তিনি মন্তব্য করেছেন৷ নীলাঞ্জনবাবু বলেন,’এখানকার শাসকদলের নেতারা কাউকে হাত কাটার নিদান দেন, কাউকে পেট কাটার নিদান দেন, কাউকে গুলি করার নিদান দেন বা কারোর মুখে অ্যাসিড ছোড়ার নিদান দেন । কিন্তু মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়ার সাহস দেখাতে পারেননি ।’ তিনি পুলিশকে পরামর্শ দিয়েছেন,’আপনারা যদি এখনো শাসকদলের তাঁবেদারি করে যান তাহলে ইংরেজবাজার থানার আইসির মত আপনাদের অবস্থা হবে। আপনারা সংবিধানের শপথ নিয়ে পুলিশের কাজ করছেন৷ তাই আমরা বলব যে আপনারা সংবিধান মেনে মানুষের কথা শুনে নিরপেক্ষভাবে কাজ করুন ৷ আর যদি তা না করেন তারা আজ ইংরেজবাজার থানার আইসি-এর যে অবস্থা হয়েছে আগামী দিনে আপনাদেরও একই অবস্থা হবে ।’
অন্যদিকে মসলদা জেলার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী জানান,আইসিকে ক্লোজ করার কথা তার জানা নেই । পাশাপাশি মালদা জেলায় কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলেও তিনি দাবি করেছেন । কিন্তু দুর্গা পুজোর মুখেই ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষকে ক্লোজ করার ঘটনায় রাজ্য রাজনীতি ও রাজ্য পুলিশের মধ্যে তোলপাড় পড়ে গেছে ।।

