শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৬ সেপ্টেম্বর : বিশ্বকর্মা পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার মালডাঙ্গা ব্যবসায়ী ও বাস ইউনিয়ন সমিতি । আজ মঙ্গলবার মালডাঙ্গা বাজারে আয়োজিত এই শিবিরে মহিলা ও পুরুষ মিলে ১১০ জন স্বেচ্ছায় রক্ত দান করেছেন বলে জানান উদ্যোক্তারা । বিকেলের দিকে সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয় ।
মালডাঙ্গা ব্যবসায়ী ও বাস ইউনিয়ন সমিতির উদ্যোগে প্রতিবছর মালডাঙ্গা বাসস্ট্যান্ডে ধুমধাম করে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় । পুজো উপলক্ষে মেলা বসে৷ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ এবারেও যথারীতি ধুমধাম করে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে । তবে এবারে মালডাঙ্গা বাস ইউনিয়ন সমিতির সভাপতি সব্যসাচী দাঁ-এর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । মালডাঙ্গা ব্যবসায়ী সমিতি ও মালডাঙ্গা বাস ইউনিয়ন সমিতির পরিবারের মহিলা ও পুরুষ সদস্যরা ছাড়াও বেশ কিছু স্থানীয় বাসিন্দারা শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করেন । সব্যসাচীবাবু জানান,এবারের পুজোয় পাঁচ দিন ধরে সংস্কৃত অনুষ্ঠান, যাত্রা এবং বাচ্চাদের কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে ।।

