এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৩ সেপ্টেম্বর : বর্ধমান জেলার আউশগ্রাম জঙ্গলমহলে হদিশ মিলয় ভুয়ো বনকর্মীর । শুক্রবার দুপুর নাগাদ আউশগ্রাম জঙ্গলমহলে কালিকাপুরের কাছে বছর চব্বিশের এক যুবককে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় এক বাসিন্দা । তিনি আউশগ্রামের আদুরিয়া বিটের আধিকারিক আসরাফুল ইসলামকে খবর দেয়। এরপর বনআধিকারিক ও বনকর্মীরা সেখানে যান । তাঁরা ওই যুবককে জিজ্ঞাসাবাদ করেন । যদিও ঘন্টা দুয়েক জিজ্ঞাসাবাদের পর ওই যুবকের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয় ।
আসরাফুল ইসলাম বলেন, ‘ওই যুবক জানিয়েছেন তাঁর নাম ভূবন দাস । বাড়ি বীরভূম জেলার দুবরাজপুর এলাকায় । পাণ্ডবেশ্বরের ঝাঁঝরা কলোনী এলাকায় বাবার সঙ্গে তিনি থাকেন । তাঁর বাবা একটি বেসরকারি সংস্থায় কাজ করেন । বনরক্ষী পদে চাকরি পেয়ে ‘স্যারের’ কথামতো ডিউটি করতে এসেছেন বলে যুবক জানান । তাই এদিন আউশগ্রামের কোথাও গাছ কাটা হচ্ছে কিনা দেখতে এসেছেন ।’ তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারি সে ভুয়ো নিয়োগপত্র সঙ্গে নিয়ে আমাদের এলাকায় এসেছিল । যুবকটি কারও বা কোনও চক্রের দ্বারা প্রতারিত হয়েছে । যে ব্যক্তির কথায় আমাদের এলাকায় এসে ঘুরছিল তার সঙ্গে ফোনে কথা বলিয়ে দিতে বলি । কিন্তু যুবকটি ফোনে ধরানোর চেষ্টা করলেও কেউ ফোন ধরেনি।’
জানা গেছে,ভূবন দাস নামে ওই যুবক প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে বনাধিকারিক ও বনকর্মীরা তাঁকে বিট অফিসে নিয়ে আসেন । যত্ন করে দুপুরের খাবার খাওয়ান । তারপর তার কাছ থেকে মুচলেকা নেওয়ার পাশাপাশি আইনানুগ ব্যাবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয় ।
এদিন পাণ্ডবেশ্বর থেকে নিজের বাইক নিয়েই আউশগ্রামে আসেন ভূবন দাস নামে ওই যুবক । তিনি বলেন, ‘এক কাকুর মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল । সেই ব্যক্তিই আমাকে নিয়োগপত্র দিয়েছিলেন । তার আগে ফোনের মাধ্যমে ইন্টারভিউ হয়েছিল । ওই ব্যক্তিই আমাকে কালিকাপুরে ডিউটি করতে আসতে নির্দেশ দিয়েছিলেন। এখন বুঝতে পারছি আমি প্রতারণার শিকার হয়েছি ।’।