এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৬ সেপ্টেম্বর : নিজেদের প্রাণ বাঁচাতে সাধারণ মানুষকেই মানব ঢাল হিসেবে ব্যবহার করছে ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস । আর ইসরায়েলের সন্ত্রাসী নিকেশ অভিযানে বেঘোরে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের । ফের গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে । যার মধ্যে ৬ বছরের যমজ শিশুও রয়েছে বলে দাবি করেছে কাতার ভিত্তিক সন্ত্রাসী হামাসের প্রতি সহানুভূতিশীল সংবাদমাধ্যম আল জাজিরা । এছাড়া অনাহারে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে অনাহার ও অপুষ্টিতে ১২৫ শিশুসহ প্রাণ হারানোর সংখ্যা হল ৪২৫ জন।
জানা গেছে,খান ইউনিসে গুলি করে অন্তত ৫ সন্ত্রাসী কে নিকেশ করেছে আইডিএফ। গাজা সিটিতে ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছে,যারা প্রত্যক্ষভাবে হামাসের হয়ে কাজ করছিল বলে অভিযোগ । এনিয়ে প্রায় ২ বছরে ২৭৮ সাংবাদিক প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। গতকাল গাজা সিটিতে আরেকটি বহুতল ভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েল । যেখানে ফিলিস্তিনি সন্ত্রাসীরা লুকিয়ে ছিল ।
এদিকে, পশ্চিম তীরেও অভিযান চালাচ্ছে তেল আবিব। অস্কার জয়ী পরিচালক বাসেল আদ্রার খোঁজে তার বাড়ি তল্লাশি করেছে আইডিএফ।বাসেল আদ্রা হল সেই ব্যক্তিত্ব যার বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ রয়েছে । উল্লেখ্য,২০২৩ সালের ৭ অক্টোবর সন্ত্রাসী গোষ্ঠী হামাস দক্ষিণ ইসরায়েলের একটি বাৎসরিক সঙ্গীত অনুষ্ঠানে হামলা চালিয়ে অন্তত ১২০০ জন সাধারণ মানুষকে নির্মিমভাবে হত্যা করে । পরে আশপাশের এলাকার ঘরবাড়িতে ঢুকে নির্বিচারে মানুষকে হত্যা করে । হামাস এতটাই নৃশংস ও বর্বর যে অন্তঃসত্ত্বা তরুনীর পেট চিড়ে তার গর্ভস্থ ভ্রুণকে বের করে জবাই পর্যন্ত করেছিল । এরপর সন্ত্রাসী নিকেশ করতে গাজায় পালটা অভিযান শুরু করে ইসরায়েল । বর্তমানে গাজা ধ্বংসস্তুপে পরিনত হয়েছে । মৃত্যু হয়েছে অন্তত ৬২ হাজার জনের৷ যাদের সিংহভাগই ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের সদস্য ।।