এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৫ সেপ্টেম্বর : হত্যা ও মাদক পাচারের অভিযোগে তিনজন কুয়েতি, দুইজন বাংলাদেশি এবং দুইজন ইরানি নাগরিককে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলালো কুয়েত । সাজাপ্রাপ্ত ওই ৭ আসামি কুয়েতের কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিল । বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
কুয়েতের সংবাদমাধ্যম অল-সেয়াসাহ দৈনিক জানিয়েছে, ফাঁসিতে ঝোলানোদের মধ্যে কুয়েতি নাগরিক আবদুল আজিজ আল-জাতারি ও আহমেদ আল-জালালের হত্যাকারীরাও ছিলেন। এছাড়া দুই ইরানি নাগিরককে মাদক পাচারের অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়।এছাড়া একটি মামলায় আত্মীয়দের পক্ষ থেকে প্রায় ২ মিলিয়ন কুয়েতি দিনার ব্লাড মানি সংগ্রহের চেষ্টা হলেও সময়মতো তা পরিশোধ করা সম্ভব হয়নি। ফলে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সমস্ত আইনানুগ রিভিউ ও আপিল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তবে, এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা থাকলেও ভিকটিম পরিবারের ক্ষমার ভিত্তিতে তা স্থগিত করা হয়েছে। নতুন আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তার দণ্ড কার্যকর হবে না। পারিবারিক প্যারডন পাওয়া ওই আসামির নাম বা পরিচয় প্রকাশ করেনি কুয়েতি কর্তৃপক্ষ।।

