এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৫ সেপ্টেম্বর : সংসদে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ স্থগিত করতে অস্বীকৃতি জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷ আদালত বলেছে যে সম্পূর্ণ আইন স্থগিত করার অধিকার তাদের নেই। তবে, আদালত তার অন্তর্বর্তীকালীন আদেশে এর কিছু বিধান স্থগিত করেছে। শীর্ষ আদালত অন্তর্বর্তী রায়ে জানিয়েছে, ওই আইনের সমস্ত ধারা স্থগিতের কোনও যুক্তি নেই।
আদালত জানিয়েছে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের ২০ জন সদস্যের মধ্যে সর্বোচ্চ ৪ জন এবং রাজ্য বোর্ডের ক্ষেত্রে ১১ জনের মধ্যে সর্বোচ্চ ৩ জন অমুসলমান হতে পারে।একই সাথে, কালেক্টরকে ওয়াকফ সম্পত্তির অধিকার নির্ধারণের অধিকার দেওয়া ভুল বলে বিবেচনা করেছে আদালত । সুপ্রিম কোর্ট সেই বিধান স্থগিত করতে অস্বীকৃতি জানিয়েছে যার অধীনে অমুসলিমরাও ওয়াকফ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হতে পারেন। আদালত বলেছে যে যতদূর সম্ভব সিইও একজন মুসলিম হওয়া উচিত।যদিও সিইও পদে অমুসলিমদের বসানো যাবে না, এমন কোনও নির্দেশিকা দেয়নি আদালত।
আদালত ওয়াকফ সম্পত্তির বাধ্যতামূলক নিবন্ধন স্থগিত করতে অস্বীকৃতি জানিয়েছে। আদালত বলেছে যে এটি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্তও বিদ্যমান ছিল। প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চ সংশোধিত আইনের তিন (আর) নম্বর অনুচ্ছেদের উপরও স্থগিতাদেশ দিয়েছে। সংশোধিত আইনের এই ধারায় কোনও সম্পত্তি ওয়াকফ কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল জেলাশাসকের হাতে। এ বিষয়ে শীর্ষ আদালত জানিয়েছে, জেলাশাসক সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না।।