এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম,১৪ সেপ্টেম্বর : রাতের অন্ধকারে দুই পুকুরের মাঝে রাস্তা দিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমান জেলার গুসকরার শহরে । শনিবার রাতে পুকুরের জলে তলিয়ে যাওয়ার পর আজ রবিবার জাল ফেলে লাল্টু মির্ধা (৩৭) নামে ওই যুবকের দেহ উদ্ধার হয় । এই ঘটনার জন্য গুসকরা শহরের ৩ নম্বর ওয়ার্ড এলাকার বুড়িপুকুর পাড়ের ওই রাস্তায় আলোর ব্যবস্থা না থাকাকেই দায়ি করেছেন স্থানীয় বাসিন্দারা । এনিয়ে পুরসভার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা ।
জানা গেছে,পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড এলাকার মুচিপাড়ায় শ্বশুরবাড়িতেই থাকতেন লাল্টু মির্ধা। তবে রাতে গুসকরার মেলবন্ধন সেতুর কাছে একটি কমিউনিটি হলে ঘুমতে যেতেন । যাতায়াতের রাস্তার রাস্তার দু’ধারে রয়েছে পুকুর ৷ রাস্তা কোনো আলোর ব্যবস্থা নেই । শনিবার রাতে লাল্টু ওই রাস্তা দিয়ে কমিউনিটি হলে যাওয়ার সময় অন্ধকারে কিছু ঠাওর করতে না পেরে পুকুরের জলে পড়ে গিয়ে তলিয়ে যান । দূর থেকে বিষয়টি দু’একজনের নজরে পড়লে লোকজন ডাকে । কিন্তু অন্ধকারের কারনে যুবককে উদ্ধারের কাজ শুরু করা সম্ভব হয়নি । আজ সকালে পুরসভা থেকে কয়েকজন জেলেকে পাঠিয়ে পুকুরে জাল ফেলে যুবকের দেহ উদ্ধার করা হয় । পরে দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ।।