এইদিন ওয়েবডেস্ক,কক্সবাজার,১৪ সেপ্টেম্বর : বাংলাদেশের কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনেই স্বামীকে গলা কেটে খুনের ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ কক্সবাজার শহরের ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তরণ এলাকায় । মৃতের নাম রঞ্জন চাকমা (৫৫) । তাঁর বাড়ি রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ত্রিপুরাছড়া গ্রামে। এদিকে খুন করার পর পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে যায় ঘাতক বীরেন চাকমা (৫৪)। তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াস।
জানা গেছে,রঞ্জন চাকমা দীর্ঘদিন ধরে আনারস ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন । ৩-৪ দিন আগে কক্সবাজারে তার নিকট আত্মীয় বিমল চাকমার বাড়িতে বেড়াতে গিয়েছিল স্ত্রী কালোদেবী চাকমাকে (৩৫) সঙ্গে নিয়ে। বীরেনও কয়েক মাস আগে রাঙ্গামাটি থেকে এসে ঝিলংজার উত্তরণ আবাসিকে ভাড়া থাকছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে উত্তরণ এলাকায় এক চাকমা নারীর চিৎকার শুনে এলাকাবাসী ছুটে যায়। সেখানে রঞ্জন চাকমাকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। প্রত্যক্ষদর্শী এক যুবক বলেন, রাতে সম্ভবত তারা সবাই একসঙ্গে মদ্যপান করছিলেন। এ সময় মদ্যপ অবস্থায় রঞ্জনের স্ত্রীকে পাশের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বীরেন। স্ত্রীকে বাঁচাতে রঞ্জন এগিয়ে এলে বীরেন তাকে ছুরি দিয়ে গলার শ্বাসনালী কেটে দিয়ে পালিয়ে যাওয়ার সময় রঞ্জনের স্ত্রী চিৎকার করলে আমরা এগিয়ে আসি। হত্যার পর পালানোর সময় বীরেন চাকমার হাতে রক্ত দেখে স্থানীয়রা সন্দেহ করেন। পরে ব্যাগ হাতে পালাতে গিয়ে তার পিছু ধাওয়া করে ধরে ফেলা হয় বলে তিনি জানান । এরপর ঘাতককে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।
খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে।।