এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ সেপ্টেম্বর : কলকাতায় আন্তর্জাতিক মাদক পাচার চক্রের ১০ পান্ডাকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স (DRI) । ধৃতদের মধ্যে ৩ জন মহিলা । চক্রের মূল পান্ডা তৌসিফ আহমেদ । তাকে যাদবপুর থেকে পাকড়াও করা হয়েছে । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৪ কেজি গাঁজা,৩৮৫ গ্রাম কোকেন,হাইড্রোফোনিক উইড এবং মাদক বিক্রির নগদ ২২ লক্ষ টাকা ।
সূত্রের খবর,কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে খবর ছিল কলকাতায় বড় মাদকচক্র সক্রিয় রয়েছে । চক্রটি ব্যাঙ্কক থেকে নিয়ে এসে কলকাতা,কলকাতা শহরতলী ও অনান্য জেলায় বিক্রি করে দিচ্ছিল। চক্রের মূল পান্ডা যাদবপুরের তৌসিফ আহমেদের নাম জানতে পারে গোয়েন্দারা৷ যেকারণে আজ শনিবার প্রথমেই তৌসিফ আহমেদের বাড়িতে হানা দেয় ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স । তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকা । তাঁকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা জানতে পারে যে তৌসিফের অধীনে আরও ৯ জন কাজ করছে৷ এরপর বিজয়গড়সহ একাধিক জায়গায় হানা দিয়ে ৩ মহিলাসহ বাকিদের পাকড়াও করা হয় ।
ডিআরআই সূত্রের খবর,পুরো চক্রটি পরিচালনা করছিল তৌসিফ আহমেদ । সে মাদক আনাত মূলত ব্যাঙ্কক থেকে। বিমানযাত্রীদের উপর নজর রেখে গোয়েন্দারা এই তথ্য জানতে পারেন ।মাদক কোথায় পৌঁছে দিতে হবে তার নির্দেশ দিত তৌসিফ। তারপর কলকাতা থেকে মাদক ছড়াত শহরের নানা প্রান্তে ও আশপাশের জেলাগুলিতে। কিন্তু কলকাতা পুলিশের নাকের ডগায় রমরমিয়ে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের কারবার চললেও পুলিশের নজর কিভাবে এড়িয়ে গেলো এনিয়ে প্রশ্ন উঠছে । প্রশ্ন উঠছে কলকাতা পুলিশের দক্ষতা নিয়েও ।।

