এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৩ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের এক গৃহস্থের বাড়ি থেকে ২৫ টি কেউটে সাপের ডিম উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায় । শুক্রবার সকালে ভাতার বাজারের রামকৃষ্ণ পল্লী এলাকার একটি বাড়ি থেকে ডিমগুলি উদ্ধার করেন এলাকায় সর্পপ্রেমী বলে পরিচিত হুম কুমার রানা নামে এক যুবক । তিনি জানিয়েছেন, কয়েকটি ডিম ফুটে সাপের বাচ্ছা বের হয়েছে । সেগুলিকে তিনি দু’একদিন পর্যবেক্ষণে রাখার পর কোনও নিরাপদ জায়গায় ছেড়ে দিয়ে আসবেন । এছাড়া ডিম ফুটে বাচ্ছা না হওয়া পর্যন্ত বাকি ডিমগুলি নিজের কাছেই স্বযত্নে রেখে দেবেন বলে জানান হুমবাবু । এদিকে বাড়ি থেকে একসঙ্গে অত সংখ্যক সাপের ডিম উদ্ধার হওয়ায় আতঙ্কিত ওই পরিবারের লোকজন । তবে সাপের ডিমগুলি উদ্ধার করে নিয়ে যাওয়ায় তাঁরা হুম কুমার রানাকে কৃতজ্ঞতা জানিয়েছে ।
ভাতার বাজারের রামকৃষ্ণ পল্লী এলাকার বাসিন্দা জনৈক অরূপ রায় নামে এক ব্যক্তির বাড়ি থেকে ওই ডিমগুলি উদ্ধার হয় বলে জানা গেছে । অরূপবাবু জানান,তাঁর বাড়ির স্টোররুমের পাশে কিছু পুরনো সিমেন্টের খুঁটি রাখা আছে । এদিন সকালে তাঁর নজরে পড়ে ওই খুঁটিগুলির নিচে বেশ কয়েকটি ডিম রয়েছে । সেগুলি কোনও বিষধর সাপের ডিম বলে সন্দেহ হওয়ায় তিনি তৎক্ষনাৎ ভাতার বাজারের মালিপুকুর পাড়ের বাসিন্দা সর্পপ্রেমী যুবক হুম কুমার রানাকে ফোনে খবর দেন ।
জানা গেছে,খবর পেতেই সকাল ৮ টা নাগাদ ওই ব্যক্তির বাড়িতে পৌঁছে যান হুমবাবু । তারপর তিনি পিলারগুলি সরিয়ে সাপের ডিমগুলিকে সযত্নে হাতে করে তুলে একটি জারে রাখেন । সেই সময় কয়েকটি ডিম ফুটে বাচ্ছাও বের হয়ে যায় । হুম রানা জানান, সাপগুলি কেউটে প্রজাতির । খুবই বিষধর । তিনি ওই শিশু সাপগুলিকে নির্ভয়ে হাতে নিয়ে সকলকে দেখান । সর্পপ্রেমী ওই যুবকের এহেন কীর্তি দেখে হতবাক এলাকাবাসী ।।