এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৩ সেপ্টেম্বর : ফের ভয়ানক হামলা চালিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর যোদ্ধারা । পাকিস্তানের সামরিক বাহিনীর গাড়িবহরে পুঁতে রাখা ল্যান্ড মাইনে বিস্ফোরণ ঘটিয়ে অন্তত ১২ জন সেনাকে নিকেশ করেছে তারা । আজ শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানের পাহাড়ি বদর উপত্যকায় এই হামলা চলে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) । হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালিবান হিসেবে পরিচিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। পাশাপাশি তারা পাকিস্তানি সেনার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও ড্রোন ছিনিয়ে নেওয়ার দাবি করেছে ।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, আজ শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানের পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর গাড়িবহরে গুলি চালায় জঙ্গিরা। গুলি ও পালটা গুলিতে ১২ সেনা নিহত হন এবং আহত হন অন্তত ৪ জন। এ সময় ১৩ জঙ্গি নিহত হয় বলে দাবি করেছে আইএসপিআর।

প্রসঙ্গত,খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর যথেষ্ট আধিপত্য আছে । প্রায়ই যোদ্ধাদের নিশানায় পাকিস্তানি সেনার প্রাণহানি হয় ।
হামলার আশঙ্কায় সাধারণত ওই এলাকায় সামরিক গাড়িবহর যাতায়াতের সময় কারফিউ জারি করা হয় এবং সড়কে আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। এরপরও কীভাবে আজ এই হামলা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে । সন্ত্রাসের আঁতুরঘর পাকিস্তান নিজের ব্যর্থতা ঢাকতে বিদ্রোহীদের সহযোগিতা করার অভিযোগ তোলে ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে । তবে দিল্লি ও কাবুল দুই পক্ষই এই অভিযোগ অস্বীকার করে আসছে।।