এইদিন ওয়েবডেস্ক,ডেবরা,১৩ সেপ্টেম্বর : বিজেপি ক্ষমতায় এসে “খালা” মমতাকে “মিথ্যাশ্রী” পুরষ্কার দেওয়া হবে বলে ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেন,’পরিবর্তন আসছে । তার ভীত প্রস্তুত হয়ে গেছে । মমতা খালা আর আসবে না । খালা মমতার ভোট নেই, জিততে পারবে না৷’ মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, ‘আপনারা জানেন এই রাজ্যে একটা বর্বর সরকার আছে । তার মুখ্যমন্ত্রী অমানবিক । মুখ্যমন্ত্রী শুধু টাকা গুনতে জানেন৷ চাকরি চুরি করতে জানেন । আর সাথে সাথে পুলিশকে দলদাস হিসেবে ব্যবহার করতে জানেন৷ আমরা রাজ্যে ক্ষমতায় এলে মিথ্যাশ্রী পুরস্কারটা মমতা ব্যানার্জিকে দেবো ।’
গত আগস্টে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় আদিবাসী যুবক ডাক্তার সরেনকে লক আপে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে । তারই প্রতিবাদে ও দোষী পুলিশ কর্মীদের গ্রেপ্তারের দাবিতে আজ শনিবার বিকেলে ডেবরা ফ্লাই ওভার থেকে দীর্ঘ কয়েক কিমি প্রতিবাদ প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল বিজেপি । মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মিছিল শেষে একটা পথসভা করেন তিনি । আদালতের নির্দেশে হ্যান্ড মাইকে বিশাল জনতার সামনে ভাষণ দেন শুভেন্দু ।
ভাষণে শুভেন্দু অধিকারী বলেন,’ডাক্তার সরেনকে মমতা ব্যানার্জির এক্সসাইজ পুলিশ তুলে নিয়ে গিয়ে লকআপে খুন করে৷ আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছিলাম৷ মৃত্যুর দিনেও নিয়ে আমরা প্রথম প্রতিবাদ করি । প্রতিবাদী জেলা সভাপতি তন্ময় দাস সহ আটজন বিজেপি কর্মকর্তা কে তুলে নিয়ে গিয়ে নারায়ণগড় থানায় লুকিয়ে রাখে । সকাল সাড়ে সাতটার সময় পিয়ার বন্ডে মুক্তি দেয়। এরপরে বিজেপির পক্ষ থেকে ৬ ঘন্টা ডেবরা বন্ধের আহ্বান করা হয়েছিল । প্রত্যেকটা জরুরী পরিষেবাকে এই বন্ধের আওতায় রাখা হয়েছিল । তার আগের দিন তন্ময় দাসসহ ১৩ জন কার্যকর্তাকে থানায় তুলে নিয়ে যায় পুলিশ সুপার ধৃতিমান সরকার ও দলদাস আইসি বালি মাফিয়াদের সাহায্যে ।’
তিনি বলেন,’যখন বিজেপি কর্মীরা থানায় জড়ো হতে শুরু করে তখন তাদের নিয়ে চলে যাওয়া হয় মেদিনীপুরে । পরের দিন সকালবেলায় তাদেরকে ১০৭ দিয়ে আদালতে পাঠানো হয় । ১০৭ জামিন যোগ্য হলেও সেটা ক্রিমিনাল কেস । আমরা রাজ্যের বিরোধী দল । কিন্তু আইন ভাঙ্গার মিথ্যা অভিযোগে এই বালি চোর পুলিশ, ডাক্তার সোরেনের হত্যাকারী পুলিশের দেওয়া ১০৭ ধারা মামলায় জামিন নিয়ে তারা বাড়ি ফেরেন ।’
শুভেন্দু বলেন,’এরপর গত ২ সেপ্টেম্বর আমাদের প্রতিবাদ আন্দোলনের ওপর পুলিশ লাইন থেকে হাজারের ওপর বাহিনী নিয়ে এসে আমাদের ওপর নৃশংসভাবে অত্যাচার করা হয় । তাতে ৪০ জন কর্মী আহত হয় ।’ আহতদের স্যালুট জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘আপনারা প্রকৃত সংগ্রামী । বিজেপি সরকার এলে সুদে আসলে হিসাব নেব । ২০২৬ সালের এপ্রিলে বিজেপি সরকার হবে । আপনারা সংগ্রামী ভাতা পাবেন, আমি ঘোষণা করে গেলাম । আপনারা পার্টির জন্য, আদিবাসীদের জন্য যে লড়াই করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ এবং চিরকাল মনে রাখবো ।’
শুভেন্দু অধিকারী বলেন,’আমরা মিছিল করতে চেয়েছিলাম । কিন্তু পুলিশ অনুমতি দেয়নি । যে কারণে আমাদের হাইকোর্টে যেতে হয়েছিল । কিন্তু পুলিশ এত ভয় পেয়েছে যে উকিলের মাধ্যমে আদালতে বলে মিছিল করতে দেওয়া যাবে না । কারণ হিসেবে বলা হয় উচ্চমাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা । আমরা তো মিছিল করে এলাম, ধৃতিমান কোথায় পরীক্ষা দিচ্ছিলেন বাপু আপনি ?’ তিনি বলেন,’হাইকোর্ট বলল আপনারা ৩০০০ লোক নিয়ে মিছিল করবেন। আমরা ওই লোক নিয়েই হেঁটেছি আজ । রাস্তার দু’ধারে গ্রামবাসীরা আমাদের যেভাবে আশীর্বাদ করেছেন তাতে আমরা অভিভূত । পরিবর্তন আসছে । তার ভীত প্রস্তুত হয়ে গেছে । মমতা খালা আর আসবে না । খালা মমতার ভোট নেই, জিততে পারবে না৷’
শুভেন্দু অধিকারী পুলিশ সুপার ধৃতিমান সরকার হুশিয়ার দিয়ে বলেন, দুর্গা পুজোর বিসর্জনের পর এই জন ঢেউ ধৃতিমান সরকারের অফিসে আছড়ে পড়বে ।’ তিনি অভিযোগ করেছেন বালি চুরির টাকা দিয়ে নিহত আদিবাসী যুবকের পরিবারের মুখ বন্ধ করে দিয়েছে পুলিশ ।।