এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১২ সেপ্টেম্বর : বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর পাথরখাদানে ধসে ৬ শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে । গুরুতর আহত হয়েছে আরও ৩ জন শ্রমিক । আহতরা রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । আর কেউ ধস চাপা পড়ে আছে কিনা জানতে বর্তমানে তল্লাশি অভিযান চলছে । এদিকে এই ঘটনার পর নিয়মের তোয়াক্কা না করে খনন ও শ্রমিকদের নিরাপত্তায় গাফেলতির অভিযোগ উঠছে ।
জানা গিয়েছে, আজ শুক্রবার দুপুর প্রায় ২ টা নাগাদ ঝাড়খণ্ড লাগোয়া এই খাদানে হঠাৎই ধস নামে। সেই সময় একাধিক শ্রমিক খাদানের নিচে নেমে পাথর কাটছিলেন । তারা ধসের নীচে চাপা পড়ে যান। বের হওয়ার রাস্তা বুজে যাওয়ায় তারা ভিতরেই আটকা পড়ে শ্রমিকরা । অনান্য শ্রমিকরা ছুটে এসে পাথর সরিয়ে উদ্ধার কাজ শুরু করে । তারা মোট ৯ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়৷ দ্রুত তাদের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় । কিন্তু ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ একজন চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই মারা যায় । বাকি ৩ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন । পরে খবর পেয়ে নলহাটি থানার পুলিশ বাহাদুরপুর পাথর খাদানে ছুটে যায় । ধসে আর কোনো শ্রমিক চাপা পড়ে আছে নাকি জানতে শুরু হয়েছে তল্লাশি ।।