এইদিন ওয়েবডেস্ক,ডুয়ার্স,১২ সেপ্টেম্বর : পূজার মুখেই ডুয়ার্সের ৩ চা বাগানে তালা ঝুলিয়ে উধাও হয়ে গেলেন মালিক ও ম্যানেজাররা৷ এদিকে কাজ হারিয়ে কার্যত পথে বসেছে কয়েক হাজার পরিবার৷ ডুয়ার্সের বানারহাট ব্লকের অন্তর্গত চামুর্চি চা বাগান,রেডব্যাংক চা বাগান ও সুরেন্দ্রনগর চা বাগানের মালিক একজনই । বৃহস্পতিবার রাতে কোন নোটিশ না দিয়েই রাতের অন্ধকারে তিনি পালিয়ে গেছেন । পালিয়ে গেছেন তিনি ম্যানেজারও । শুক্রবার সকাল থেকে ওই সমস্ত চা বাগানগুলির ফ্যাক্টরিগুলির সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেছেন কয়েক হাজার শ্রমিক৷
জানা গেছে, ওই বাগান গুলিতে শ্রমিকদের বেশ কয়েকটি পাক্ষিক মজুরি বকেয়া রয়েছে । এছাড়া পূজোর বোনাস দেওয়ার কথা ছিল৷ সেই সমস্ত টাকা না দিয়েই উধাও হয়ে গেছে চা বাগানের মালিক এবং ম্যানেজাররা৷ এদিকে পুজোর মুখে কাজ হারিয়ে চরম বিপাকে পড়ে গেছেন শ্রমিকরা । হঠাৎ চা বাগান বন্ধ করে দেওয়ায় ভারত-ভুটান জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় চামুর্চি চা বাগানের শ্রমিকরা । রেডব্যাংক ও সুরেন্দ্রনগর বাগানের শ্রমিকরা ইতিমধ্যেই ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ৷ অভিযোগ যে বৃহস্পতিবার পর্যন্ত কাজ চললেও বকেয়া টাকা দিতে হবে জেনেই রাতের অন্ধকারে কোনো নোটিশ ছাড়াই পালিয়েছেন মালিক ও ম্যানেজাররা ৷
এদিকে হঠাৎ বন্ধ ৩ চা বাগানের হাজারো শ্রমিক পথে নেমেছে । “কাজ চাই, মজুরি চাই” দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা ডুয়ার্স।।