এইদিন বিনোদন ডেস্ক,১২ সেপ্টেম্বর : কোনো অনুষ্ঠানে গেলে হিন্দু নারীদের মধ্যে খোঁপায় বা বেনিতে ফুলমালা দিয়ে সাজানোর একটা রীতি প্রচলিত আছে বৈদিক কাল থেকেই । দক্ষিণ ভারতের রাজ্যগুলির মহিলাদের মধ্যে এই প্রবনতা বেশি লক্ষ্য করা যায় । কিন্তু খোঁপায় ফুল জড়িয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে বিপাকে পড়তে হল মালয়ালম অভিনেত্রী নব্যা নাইয়াকে। গুনতে হল কড়কড়ে এক লাখ ১৪ হাজার টাকা৷
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মালায়ালি অ্যাসোসিয়েশন আয়োজিত ওনাম উৎসবে আমন্ত্রিত ছিলেন নাইয়া। কিন্তু মেলবোর্নের বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয় খোঁপায় জড়ানো ফুলের মালার কারণে।
বিমানবন্দরের কর্মকর্তাদের অভিযোগ অভিনেত্রী অস্ট্রেলিয়া ‘বায়ো সিকিওরিটি’ আইন ভঙ্গ করেছেন। পরে ভারতীয় মুদ্রায় ১.১৪ লাখ টাকা জরিমানা দিতে হয় এই অভিনেত্রীকে।
এই বিষয়ে নাইয়া জানিয়েছেন দেশ ছাড়ার আগে তার বাবা তাকে ১৫ সেন্টিমিটার লম্বা একটি জুইঁ ফুলের মালা উপহার দিয়ে বলেছিলেন, মালাটি দুভাগ করে কিছুটা খোঁপায় জড়াতে আর বাকি অংশ হাতব্যাগে রাখতে। কোচি থেকে সিঙ্গাপুরে যাওয়ার পরে মালার একটি অংশ খোঁপায় জড়িয়ে নিই। কিন্তু সেটা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই সিঙ্গাপুর থেকে পরের গন্তব্যে যাওয়ার পথে যাতে মালার আরেকটি অংশ চুলে জড়াতে পারি, সেজন্য সেটি হাতব্যাগে রাখি।’
কিন্তু মেলবোর্ন বিমানবন্দরে পা রাখার পর ভারত থেকে জুঁইফুল বয়ে নিয়ে যাওয়ার দায়ে নাইয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার আইনভঙ্গের অভিযোগ ওঠে।
উল্লেখ্য,অন্য দেশ থেকে অস্ট্রেলিয়ায় এমন কোনো জিনিসের প্রবেশ নিষিদ্ধ, যা কোনো কীটপতঙ্গ এবং রোগ বয়ে আনতে পারে কিংবা যার ফলে বাস্তুতন্ত্রে কোনও প্রভাব পড়তে পারে। এর অন্যথা হলে সেই দেশের মানুষ, প্রাণী, উদ্ভিদ এবং পরিবেশের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে।
নাইয়া বলেন,’নিজের অজান্তে আইন বিরুদ্ধ কাজ করেছি। তাই কোনো অজুহাত দেব না। পুলিশ যা জরিমানা চেয়েছে, তা দিয়েছি। কথা বাড়াইনি। কারণ ভুলটা আমার।’ নাইয়া অভিনয়ে আসেন ২০০১ সালে। দুবার সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন তিনি।।