এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ সেপ্টেম্বর : বামপন্থী ও কংগ্রেসের জোট সরকারের দুর্নীতির বিরুদ্ধে নেপালের যুব সমাজের আন্দোলন শাসনযন্ত্রের ভিত নড়িয়ে দিয়েছে । পতন হয়েছে কেপি শর্মা অলি সরকারের । নেপালের যুব সমাজের পদাঙ্ক অনুসরণ করে এরাজ্যের “দুর্নীতিবাজ” শাসকদলকে উৎখাত করার জন্য এরাজ্যের যুব সমাজকে রাস্তায় নামার বার্তা দিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং । তার এই মন্তব্যকে “মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি” হিসাবে দেখে ব্যারাকপুরের সবক’টি থানায় মামলা করার নির্দেশ দিয়েছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক । ইতিমধ্যেই ভাটপাড়া, জগদ্দল, নৈহাটি, টিটাগড় সহ ব্যারাকপুরের একাধিক থানায় অর্জুনের বিরুদ্ধে রাজ্যের শাসক দল তৃণমূল অভিযোগ দায়ের করেছে বলে খবর ।
প্রসঙ্গত,জাতীয় সংবাদ সংস্থা আইএএনএস-এর সাথে একটি সাক্ষাৎকারে নেপালের যুব সমাজের আন্দোলন নিয়ে প্রতিক্রিয়ায় অর্জুন সিং বলেছেন,’দুর্নীতির বিরুদ্ধে নেপালর যুবসমাজ একটা আন্দোলন খাড়া করেছিল । আমি নেপালের ১৮ থেকে ৩০ বছর বয়স্ক যুবকদের স্যালুট জানাই । নেপালের যুবকদের দেখে বাংলার মানুষ শিক্ষা নিক । এত দুর্নীতির পরেও বাংলার মানুষ প্রধানমন্ত্রী দিকে তাকিয়ে আছেন যে তিনি কিছু করবেন।’ তিনি বলেন,’আরে ভাই, এটা আপনাদের শাসন ব্যবস্থা । আপনারা চাকরি পাচ্ছেন না । মেয়েদের নিরাপত্তা নেই । আপনার বাড়ি পর্যন্ত সুরক্ষিত নয় । আপনি বাড়ি তৈরি করতে পারবেন না । ভাড়া থাকতে পারবেন না । কলেজে গেলে আপনাদের মেয়েদের ধর্ষিতা হবে । স্কুলে ভর্তি হতে পারবেনা কারন টাকা দিতে হবে । এরপর কবে জাগবেন ভাই ?
আরে, আপনার ঘর থেকে একটা অন্তত ক্ষুদিরামের জন্ম দিন । খালি অপেক্ষা করবেন যে কবে মোদীজি আসবে এবং বাঁচাবে। এরকম হয়না ।’ সবশেষে তিনি বলেছেন,’আমি বাংলার যুবসমাজকে বলতে চাই, নেপালের ১৮ থেকে ৩০ বছর বয়স্ক যুবকরা যে নজির দেখিয়েছে সেটা বাংলার জন্যও জরুরি ।’
পার্থ ভৌমিকের কথায়, ‘বাংলায় এরকম ঘটুক বলে উনি (অর্জুন সিং) এক প্রকার মুখ্যমন্ত্রীকেই খুন করার কথা বলেছেন ।’ তিনি আরও বলেছেন,’অশিক্ষিতরা কথা বললে এরকমই বলে। নেপাল হল রাষ্ট্র আর পশ্চিমবঙ্গ একটা রাজ্য। আর বিজেপিশাসিত রাজ্যগুলিতেই বরং নেপালের মতো দুর্নীতির সমস্ত লক্ষণ রয়েছে। তা সত্ত্বেও আমরা কখনও বলব না নেপালের মতো ভারতের অবস্থা হোক, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী।’।