এইদিন ওয়েবডেস্ক,আসানসোল,১০ সেপ্টেম্বর : বিহারে সম্পূর্ণ, এবারে পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে শুরু হবে ভোটার তালিকার নিবিড় ও বিশেষ সংশোধন (এসআইআর)-এর কাজ। আলোচনা, গুঞ্জন আগে থেকেই চলছিল। এ বার তাতে সিলমোহর দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। আগামী মাসে, অর্থাৎ অক্টোবরে পুজোর মরসুমের পরেই দেশ জুড়ে শুরু হচ্ছে এসআইআর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, ‘এসআইআর সম্পূর্ণ হলে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা খালা আপনাকে কেউ বাঁচাতে পারবে না ।’ তিনি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন,’আপনি বলছেন এসআইআর করতে দেব না । আপনি এসআই আর আটকাতে পারবেন ?’
আজ বুধবার বিকেলে “তৃণমূলের মাফিয়ারাজ এবং লুটতরাজের হাত থেকে কেন্দ্রীয় সরকারের আধুনিকীকরণের অনুদানকে রক্ষা করতে ও আসানসোল শিল্পাঞ্চলের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের দাবিতে” ,ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি (IISCO)-তে গণ ডেপুটেশন দেয় বিজেপি । পরে আসানসোল সাংগঠনিক জেলার ডাকে বার্ণপুরের ত্রিবেণী মোড়ের জনসভায় ভাষণ দেন শুভেন্দু অধিকারী৷ ভাষণে তিনি বলেন,’ভোরে হয়েছে কয়লা, সকালে হবে বালি, দুপুরে পাথর, আর বিকালে হবে ভোকাট্টা । আর মাত্র হাতে গুনে গুনে ছয় থেকে সাত মাস আছে এরা। এসআইআর সম্পূর্ণ হলে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা খালা আপনাকে কেউ বাঁচাতে পারবে না । এমনিতেই তো আমার কাছে হেরেছেন ।’ তিনি বলেন,:একদম ভেঙে গুঁড়িয়ে দিতে হবে সিন্ডিকেট । চোরেদের একদম গেঁড়ুসহ উপড়ে ফেলতে হবে, যাতে একটুও না থাকে । সাফ করতে হবে ।’
রেলে তৃণমূল নেতাদের ‘সিন্ডিকেট রাজ’ খতম করতে আজ ‘ধর্ম যুদ্ধ’-এর ডাক দেন শুভেন্দু । তিনি বলেন,’প্রতিষ্ঠান দেশের৷ রাষ্ট্রবাদী পার্টি বিজেপি । প্রতিষ্ঠানের কোন ক্ষতি আমরা করতে দেব না । কিন্তু
তৃণমূলের সিন্ডিকেট রাজ, করে খাওয়ার রাজ, মাল কামানোর রাজ চলবে না । লাইনে আসুন, সব ট্রান্সপারেন্ট করে দিন, অনলাইন করে দিন ।’
বিরোধী দলনেতা বলেন, ‘২০২১ সালের জানুয়ারি মাসে আবিষ্কার হলো কয়লা সিন্ডিকেট৷ উৎপত্তিস্থল আসানসোল৷ সঙ্গে বারাবনি, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ । ওদিকে নেতুরি সাতুরি৷ এদিকে বাঁকুড়ার মেটিয়া । বীরভূমের একাংশ । কত বড় চুরি দুর্নীতির পর্দা ফাঁস সিআইডি,ইডি করল৷ অনেকে জেলে, অনেকে দু’বছর জেল খেটে বেলে৷’ এরপর আসানসোলের তৃণমূল নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন,’ডুপ্লিকেট চালান পোড়াচ্ছেন ? তার আগে কয়েক বস্তা আমাদের কাছে গেছে । আর মাত্র হাতে গুনে গুনে ৬ থেকে ৭ মাস আছে। এসআইআর সম্পূর্ণ হলে পশ্চিমবাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা খেদাও । একদম ভেঙে গুঁড়িয়ে দিতে হবে সিন্ডিকেট । চোরেদের একবারে উপড়ে ফেলতে হবে ।’
তিনি বলেন,’প্রচুর ময়লা জমেছে এখানে । এতদিন ধরে তৃণমূলের অত্যাচারে যত আবর্জনা এখানে জড়ো হয়েছে, আমরা প্রচন্ড দামি ব্লিচিং এবং ফিনাইল উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসেছি । যোগী আদিত্যনাথজির কাছ থেকে । আমরা পরিষ্কার করতে জানি । আমরা টেস্টেড এবং ট্রাস্টেড ।’ শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে আসানসোলে জমি কেলেঙ্কারি ও মৌলবাদী কাজকর্ম হচ্ছে । আসানসোলে এদিন বিরোধী দলনেতার জনসভায় কার্যত জনপ্লাবন দেখা যায় ।।