এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন কথা বলা হয়েছে বলে কার্তিক মহারাজের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত । কিন্তু কলকাতা হাইকোর্ট আজ সেই মামলা খারিজ করে, উল্টে তৃণমূল নেতা সব্যসাচী দত্তকেই অকারণে মামলা করায় ১১ হাজার টাকা জরিমানা করেছে। ফলে ফের একবার আদালতে মুখ পুড়ল তৃণমূলের।
আসলে,দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে কিছু মন্তব্য করেছিলেন কার্তিক মহারাজ। কিন্তু তৃণমূল নেতা সব্যসাচী দত্ত দাবি করেন যে মুখ্যমন্ত্রীর মানহানি করা হয়েছে । তিনি কার্তিক মহারাজের বিরুদ্ধে হাইকোর্টে মানহানীর মামলা করেছিলেন । আজ বুধবার বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয়কুমার গুপ্তার বেঞ্চে ওই মামলার শুনানি হয় । বেঞ্চ মামলার মধ্যে কোনো সারবত্তা না দেখে মামলাকারী সব্যসাচী দত্তকে তিরস্কার করে অযথা আদালতের সময় নষ্ট করা হচ্ছে বলে মন্তব্য করে । শেষ পর্যন্ত মানহানির মামলা খারিজ করে দিয়ে তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে ১১ হাজার টাকা জরিমানা করে ।।