এইদিন ওয়েবডেস্ক,কাকদ্বীপ,১০ সেপ্টেম্বর : একদিকে যখন বেহাল রাস্তার কারনে বিক্ষোভের মুখে পড়ে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে বিডিও কৌশিক প্রামানিককে ছুটে পালাতে হচ্ছে, পাশাপাশি অন্যদিকে দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপের ব্লক তৃণমূল সভাপতি রীনা দাস গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে যোগই দিতে পারলেন না ৷ সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনাকে ‘আমাদের পাড়া থেকে তৃণমূল তাড়া’ বলে কটাক্ষ করেছেন ।
ভিডিওটি এক্স হ্যান্ডেল শেয়ার করে শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘রাজ্যের দিকে দিকে সরকারি কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ এখন ‘আমাদের পাড়া থেকে তৃণমূল তাড়া’ কর্মসূচিতে পরিণত হয়েছে। এবারের ঘটনা কাকদ্বীপের। সেখানে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি যে এলাকায় চলছিল সেখানে কাকদ্বীপের মহিলা ব্লক তৃণমূল প্রেসিডেন্ট, জেলা পরিষদ সদস্যা রীনা দাসকে গ্রামবাসীরা ঢুকতেই দিল না শিবিরে। পরিস্থিতি বেগতিক দেখে সেখানকার বিডিও এবং পুলিশ আধিকারিকরা রীনা দাস কে এলাকা ত্যাগ করতে বলেন, তিনি প্রথমে আপত্তি জানালেও পরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে এলাকা ত্যাগ করেন।’
তিনি আরও লিখেছেন,’মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূলের বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফুঁসছেন। মানুষ এখন আর চুপচাপ থাকছেন না, তাই দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। বাংলার মানুষ জেগে উঠেছেন, এই জনগণই মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সরকারকে অপশাসনের হাত থেকে মুক্তি পেতে আর ক’দিন পর বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে।’
ভিডিওতে দেখা গেছে ঘটনাস্থলে রয়েছেন কাকদ্বীপের বিডিও ও পুলিশ বাহিনী । বিডিও গ্রামবাসীদের অনেক বোঝানোর চেষ্টা করেন । কিন্তু গ্রামবাসীরা কোন অবস্থাতেই ব্লক তৃণমূল সভাপতি রীনা দাসকে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে ঢুকতে দিতে রাজি হয়নি । বিডিও তখন গ্রামবাসীদের জিজ্ঞেস করেন, ‘পঞ্চায়েত প্রধানকে আপনারা ঢুকতে দেবেন তো ?’ তাতে সায় দেয় বিক্ষোভকারীরা৷ এরপর বিডিও নিজের স্কুটিতে বসে থাকা ব্লক তৃণমূল সভাপতি রীনা দাসের কাছে গিয়ে তাকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন । কিন্তু রিনা দাস ফিরে যেতে অস্বীকার করে বলেন,’ওরা যদি আমাকে মারতে চাই তো মারুক ।’ তখন বিডিও তাকে কার্যত ধমকের সুরে বলেন,’একটু মাথাটা ঠান্ডা করুন৷ জিনিসটা বোঝার চেষ্টা করুন । কিছু হয়ে গেলে আমি আমি সামলাতে পারবো না ।’ তাতেও তৃণমূল নেত্রী নিজের সিদ্ধান্তে অনড় থাকলে বিডিও তাকে এক প্রকার জোর করে সেখান থেকে সরিয়ে দেন ।
জানা গেছে,কাকদ্বীপে মহিলা ব্লক তৃণমূল সভাপতি রীনা দাস জেলা পরিষদ সদস্যাও । তবে তার প্রতি মানুষের কেন এত ক্ষোভ তা স্পষ্ট করেননি বিরোধী দলনেতা । তবে ঘটনাটি রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে ।।

