এইদিন স্পোর্টস নিউজ,১০ সেপ্টেম্বর : ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ২২ গজের মধ্যে একটা যুদ্ধক্ষেত্র । যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে এই দুই দেশের ম্যাচ দেখতে মুখিয়ে থাকে ক্রীড়ামোদীরা । কিন্তু এবারের এশিয়া কাপে এই দুই যুযুধান দলের খেলা দেখার জন্য ভারতীয়দের মধ্যে তেমন কোনো উৎসাহ নেই । কারন চলতি বছরের এপ্রিলে কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলা । বেছে বেছে ২৫ জন হিন্দু পর্যটককে গুলি করে হত্যা করেছিল পাকিস্তান ও স্থানীয় কাশ্মীরি সন্ত্রাসীরা । তারপর পাকিস্তানের সঙ্গে যেকোন খেলাধুলা বয়কটের ডাক ওঠে । এমনকি এশিয়া কাপেও পাকিস্তানকে বর্জনের দাবি ওঠে ।
এদিকে আগামী রবিবার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল । দুই দেশের মধ্যে অনান্য আন্তর্জাতিক ম্যাচে টিকিট নিয়ে কাড়াকাড়ি পড়ে গেলেও এবারের এশিয়া কাপের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে । ম্যাচ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি, তবুও সিংহভাগ টিকিটই এখনও অবিক্রিত।
তবে টিকিট বিক্রি না হওয়ার জন্য দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতিকে কারন বলে মানতে চাইছেন না বিশ্লেষকরা । এরজন্য তারা টিকিটের অস্বাভাবিক মূল্য এবং বান্ডেল আকারে বিক্রির কৌশলকেই কারন হিসাবে মনে করছেন । অফিশিয়াল ওয়েবসাইট যেমন ‘ভায়াগোগো’ ও ‘প্ল্যাটিনামলিস্ট’-এ টিকিট বিক্রি হচ্ছে বিভিন্ন প্রিমিয়াম প্যাকেজের সঙ্গে, যা সাধারণ দর্শকের নাগালের বাইরে।
উদাহরণ হিসেবে বলা যায়, ‘ভিআইপি সুইটস ইস্ট’-এর (দুই আসনের) মূল্য ২,৫৭,৮১৫ টাকা, যেখানে বিশেষ আসন, আনলিমিটেড খাবার-পানীয়, লাউঞ্জ সুবিধা, আলাদা প্রবেশদ্বার এবং ব্যক্তিগত টয়লেট সুবিধা থাকছে। ‘রয়্যাল বক্স’-এর টিকিট মূল্য ২,৩০,৭০০ টাকা রুপি এবং ‘স্কাই বক্স ইস্ট’-এর জন্য গুনতে হবে ১,৬৭,৮৫১ টাকা । এমনকি প্ল্যাটিনাম (প্রায় ১,০৫,০০০ টাকা) ও গ্র্যান্ড লাউঞ্জ (৫৭,০০০ টাকার বেশি) ক্যাটাগরির টিকিটও সাধারণ ভক্তদের নাগালের বাইরে। সবচেয়ে সাশ্রয়ী ‘জেনারেল ইস্ট’ সেকশনের টিকিটের দামও প্রায় ১৩,৮৮২ টাকা (দুই আসনের জন্য), যা অনেকের জন্য এখনো ব্যয়বহুল।
এই উচ্চমূল্যের কারণে বহু ভক্ত ক্ষোভ প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে। কেউ কেউ বলছেন, এমন ম্যাচ তাঁরা কখনোই মিস করতেন না, অথচ এবার শুধুমাত্র টিকিটের কারণে খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন।
উল্লেখ্য, ভারত এশিয়া কাপ মিশন শুরু করেছে আজ ১০ সেপ্টেম্বর, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে । অপরদিকে, পাকিস্তান মাঠে নামবে ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে। গ্রুপ পর্বের অবস্থান নির্ধারণে ১৪ সেপ্টেম্বরের এই ম্যাচটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।।