এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৯ সেপ্টেম্বর : কাতারের রাজধানী দোহায় আলোচনার জন্য যাওয়া হামাস সন্ত্রাসীদের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর অনুযায়ী, কাতারের রাজধানী দোহায় খালেদ মাশাল, খলিল আল-হাইয়াসহ সন্ত্রাসী গোষ্ঠী হামাসের বরিষ্ঠ কর্মকর্তারা গাজার জন্য সর্বশেষ মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে জড়ো হয়েছিল । ওই সময় শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, কাটারা জেলায় ধোঁয়া উঠতে দেখা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এই হামলা হামাসের নেতৃত্বকে লক্ষ্য করে করা হয়েছে বলে জানিয়েছে তারা। এদিকে, হামাসের একজন বরিষ্ঠ কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছে, ফিলিস্তিনি আন্দোলনের আলোচক প্রতিনিধিদলকে এই হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে।
অন্যদিকে, গাজার সব বাসিন্দাকে তাৎক্ষণিকভাবে শহর ছাড়তে বলেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে আরবিতে দেওয়া এক পোস্টে আইডিএফের মুখপাত্র এই আহ্বান জানান। গাজায় হামলা আরও জোরদার করার কথাও উল্লেখ করা হয় এই পোস্টে। এ ছাড়া গতকাল সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ফিলিস্তিনিদের গাজা ছাড়তে বলেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ফিলিস্তিনের গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেওয়ার ব্যাপারে গত মাসে অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিপরিষদ। এরপর আজ এমন ঘোষণা এল। এ কারণে ১০ লাখ ফিলিস্তিনি হুমকির মুখে পড়েছেন।
এ ছাড়া গাজা শহরে বিলি করা হয়েছে লিফলেট। এসব লিফলেটে গাজা শহর ছাড়ার আহ্বান জানানো হয়। অন্যদিকে, ইসরায়েল নতুন করে সামরিক অভিযান আরও জোরদার করলে গাজায় ভয়ংকর অবস্থা হবে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। ইসরায়েল তাদের ইচ্ছেমতো সব জায়গা ধ্বংস করে ফেলবে বলেও উদ্বেগ জানানো হয়। এ কারণে হাজারো বাসিন্দা এখন দক্ষিণের দিকে চলে যাচ্ছে । কিন্তু তারা সবাই জানে, একবার সেদিকে গেলে আর ফিরে আসা সম্ভব হবে না। ২০২৩ সালের ৭ অক্টোবর সন্ত্রাসী গোষ্ঠী হামাসের নাশকতার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল । যা এখনো অব্যাহত আছে । এযাবৎ ইসরায়েলি অভিযানে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ৬৪ হাজার ৩০০।।