এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৯ সেপ্টেম্বর : অবশেষে গ্রেপ্তার হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো মালদা জেলার চাঁচল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) ইউনিট সভাপতি । তার গ্রেপ্তারির খবর জানিয়ে মালদা জেলা পুলিশের সোশ্যাল মিডিয়া পেজে লেখা হয়েছে,’০৯/০৯/২০২৫ তারিখে এক স্থানীয় ব্যক্তির অভিযোগের ভিত্তিতে চাঁচল থানায় নাসিমুল হক ওরফে এবি সয়েল (২৪ বছর), পিতা- মুকুল আলি, বাসিন্দা- চাঁচল নয়াটোলা, ডাকঘর ও থানা- চাঁচল, নামক ব্যক্তির বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা শুরু করা হয়। অভিযোগে বলা হয়েছে যে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোসহ কিছু বেআইনি কাজে যুক্ত ছিলেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং আইন অনুযায়ী আদালতে পাঠানো হবে।’ পাশাপাশি এবি সয়েলকে টিএমসিপি থেকে বহিষ্কার করেছে দল ।
প্রসঙ্গত,কলকাতায় তৃণমূলের তরফে সেনার আওতাধীন জমিতে বেআইনিভাবে বেঁধে রাখা মঞ্চ খুলে ফেলার প্রতিবাদে মঙ্গলবার মালদার চাঁচল কলেজ ইউনিট টিএমসিপি-র উদ্যোগে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সেই সময় কলেজের গেটের সামনে বিক্ষোভকারীদের হাতে ছিল মনীষীদের ছবি। বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি পুড়িয়ে দেওয়া হয়। আর তখনই পুড়িয়ে দেওয়া হয় রবীন্দ্রনাথ, ক্ষুদিরাম, নেতাজির ছবি ।ঘটনাটি গত মঙ্গলবারের হলেও রবিবার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। তীব্র প্রতিবাদে সরব হয় বিজেপি । ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে গতকাল কলকাতায় রবীন্দ্র সদন পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পদযাত্রা করে বিজেপি । অবশেষে তার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় চাঁচল কলেজ টিএমসিপি ইউনিটের সভাপতি নাসিমুল হক সোহেলকে৷
যদিও সেদিন নাসিমুল হক সোহেল ছাড়াও কর্মসূচির নেতৃত্বে ছিলেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার, চাঁচল কলেজ ইউনিটের কোর কমিটির সদস্য বাপি আলি, রকি হোসেন, ফাইয়াজ আলম, মিরাজ হোসেন সহ অন্যরা। এদিকে সোমবার(৮ সেপ্টেম্বর), তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,’বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করার অপরাবে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এ. বি. সোয়েলকে তৃণমূল স্থাত্র পরিষদ থেকে বরখাস্ত করা হল। পাশাপাশি চাঁচল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটকে ভেঙে দেওয়া হল। আমরা সবসময়ে আমাদের দেশের মনীষীদের, সংস্কৃতির এবং সংবিধানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি। এই ধরণের কোনও কাজকে আমরা কখনই বরদাস্ত করব না। একই সঙ্গে বিজেপির বাংলা-বিরোধী রাজনীতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।’।