এইদিন ওয়েবডেস্ক,পাটনা,০৯ সেপ্টেম্বর : আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের পুত্রবধূ এবং তেজস্বী যাদবের স্ত্রীকে “জার্সি গরু” বলে অবিহিত করেছেন তাদের দলেরই প্রাক্তন বিধায়ক রাজবল্লভ যাদব । তার বক্তব্যের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ভিডিওতে রাজবল্লভ যাদবকে বলতে শোনা গেছে, ‘তেজস্বী যাদব জাতপাত নিয়ে কথা বলেন। কিন্তু তিনি কোনও যাদব মেয়েকে বিয়ে করেননি। যদি তিনি বিয়ে করতেন, তাহলে যাদব সম্প্রদায়ের মেয়ে উপকৃত হত। পরিবর্তে তিনি হরিয়ানা-পাঞ্জাব থেকে একটি জার্সি গরু এনেছেন।’
রাজবল্লভের বক্তব্যের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনে আরজেডি নেতা কৌশল যাদব বলেন,’তেজস্বী যাদবের স্ত্রী সম্পর্কে ব্যক্তিগত মন্তব্য করে রাজবল্লভ শালীনতার সমস্ত সীমা অতিক্রম করেছেন। এই ধরনের বক্তব্য সমাজের প্রতিটি অংশকে আঘাত করেছে । এটি কেবল তেজস্বীর স্ত্রীর জন্যই নয়, সমগ্র নারী সমাজের জন্যও অপমানজনক।’ তিনি তাকে আবার জেলে পাঠানোর দাবি জানান।
তেজস্বী যাদব ২০২১ সালে ডিপিএস আরকে পুরমের তার ব্যাচমেট র্যাচেল কোডিনহোকে বিয়ে করেন। মূলত হরিয়ানার রেওয়ারির বাসিন্দা, বিয়ের পর তিনি তার নাম পরিবর্তন করে রাজশ্রী যাদব রাখেন।
দশ বছর আগে, নীতীশ কুমার সরকার একজন কুর্মি মেয়েকে ধর্ষণের মামলায় প্রাক্তন বিধায়ক রাজবল্লভ যাদবকে জেলে পাঠায়।।

