এইদিন ওয়েবডেস্ক,মালদা,০২ সেপ্টেম্বর : অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । বুধবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষীঘাট কলোনি এলাকায় । খবর পেয়ে বধুর শ্বশুরবাড়ির পাশে কালিন্দী নদী থেকে তাঁর মৃতদেহটি উদ্ধার করে ইংরেজবাজার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, মৃতার নাম মালা বিবি (২৬) । এদিকে ঘটনার পর থেকে চম্পট দিয়েছে মৃতার স্বামী মোজাম্মেল হক । পুলিশ রাতেই মৃতার শাশুড়ি মানোয়ারা বেওয়া ও জা সানোয়ারা বিবিকে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার এনিয়ে মৃতার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে ।
জানা যায়, পুকুরিয়া থানা এলাকার বাসিন্দা জুম্মান আলীর মেয়ে মালা বিবির সঙ্গে বছর ৮ আগে সামাজিক মতে বিয়ে হয় ইংরেজবাজার থানার লক্ষীঘাট কলোনি এলাকার বাসিন্দা পেশায় জনমজুর মোজাম্মেল হকের । তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে । মৃতার পরিবারের অভিযোগ,বিয়ের পর থেকেই এলাকার এক মহিলার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে মোজাম্মেল । মালা বিবি এনিয়ে প্রতিবাদ করলে মোজাম্মেল তাঁকে মারধর করত বলে অভিযোগ ।
পরিবার সুত্রে জানা গেছে, বুধবার রাতে এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ফের একপ্রস্থ অশান্তি বাধে । আর তারই মাঝে মোজাম্মেল তার স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ । তারপর সে স্ত্রীর মৃতদেহটি তুলে বাড়ির কিছুটা পাশে কালিন্দী নদীতে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে । এদিকে বাবার এই নৃসংসতা দেখে চিৎকার করে ওঠে মৃতার দুই মেয়ে । তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে । খবর যায় ইংরেজবাজার থানায় । পরে পুলিশ এসে নদী থেকে মৃতদেহ উদ্ধার করে । এদিকে মোজাম্মেল পালিয়ে গেলেও তাঁর মা ও বউদিকে গ্রেফতার করে পুলিশ । বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । অবৈধ সম্পর্কের জেরে খুন না এর পেছনে কোন অন্য কারণ রয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ ।।