এইদিন ওয়েবডেস্ক,মানিকচক(মালদা),০২ সেপ্টেম্বর : নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর । স্থানীয়দের তৎপরতায় এক জনকে জীবিত উদ্ধার করা সক্ষম হলেও অপরজনকে বাঁচানো যায়নি । বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে মানিকচক ব্লকের নাজিরপুর অঞ্চলের হাজান ঘাট এলাকায় কালিন্দী নদীতে । পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম অভি মন্ডল(১১) । নাজিরপুর পশ্চিমপাড়া এলাকার তার বাড়ি । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ মৃত কিশোরের পরিবার পরিজন ও গ্রামবাসীরা ।
জানা গেছে, নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল অভি মন্ডল । অভিদের বাড়ির কিছুটা পাশেই কালিন্দী নদী । এদিন দুপুরে এক বন্ধুকে সঙ্গে নিয়ে সে নদীতে স্নান করতে গিয়েছিল । বর্ষার মরশুমে সমস্ত নদনদীই ফুঁসছে । কালিন্দী নদীতেও বর্তমানে প্রচুর জলের চাপ । এই অবস্থায় ওই দুই কিশোর এদিন নদীতে স্নান করতে নামে । কিন্তু তারা কিছুক্ষণের মধ্যেই গভীর জলে তলিয়ে যায় ।
জানা গেছে,সেই সময় চাষের কাজে কিছু লোকজন মাঠে ছিলেন । তাঁরা বিষয়টি বুঝতে তৎক্ষনাৎ জলে নেমে খোঁজাখুঁজি শুরু করেন । এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে মানিকচক থানার পুলিশও । তারপর স্থানীয়দের সহায়তায় পুলিশ তল্লাশি অভিযান চালায় । শেষে ঘণ্টাখানেক পর নদী থেকে দুই কিশোরকেই উদ্ধার করা হয় । তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মানিকচক গ্রামীণ হাসপাতালে । কিন্তু অভি মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । অন্য কিশোর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ।।