এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৭ সেপ্টেম্বর : মালদা জেলার মোথাবাড়ি এলাকার একটি পুকুর থেকে ২ যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ আজ রবিবার সকালে মোথাবাড়ির শম্ভু মোড়ে কালভার্টের নিচের একটি পুকুরে দুই যুবকের দেহ ভাসতে দেখে মোথাবাড়ি থানায় খবর দেয়৷ পরে পুলিশ এসে বাইকসহ দেহদুটি উদ্ধার করে । পুলিশ জানিয়েছে, মৃতদের নাম রাজু ঘোষ(২৭) ও বিবেক মন্ডল (৩০) । তাদের দুজনেরই বাড়ি মালদার মোথাবাড়ি থানার মোথাবাড়ি মন্ডলপাড়া এলাকায়। দুই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । কিন্তু কিভাবে তারা বাইকসহ পুকুরে পড়ল তা নিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে ৷ পুলিশ প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে মনে করলেও মৃতদের পরিবারের সন্দেহ তাদের খুন করা হয়েছে । পুলিশ জানিয়েছে,ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।
জানা গেছে,রাজু ২০১৭ সালে টেট পরীক্ষায় বসেছিলেন ৷ কিন্তু ব্যর্থ হন । পরে তিনি একটি বেসরকারি ফাইনান্স কোম্পানীতে চাকরি করতে শুরু করেন । বিবেক কর্মহীন ছিলেন ।
পরিবার সূত্রে জানা গেছে,শনিবার রাতে দুই বন্ধু মিলে বাইক চড়ে বাড়ি থেকে বাইরে বের হন । কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি । পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি । এরপর আজ সকালে মোথাবাড়ির মাহিশ্যপাড়ার শম্ভু মোড়ে কালভার্টের নিচের পুকুরে তাদের দু’জনের দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে৷ ওই পুকুর থেকেই উদ্ধার হয় তাদের বাইকটি । প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে কালভার্ট থেকে নিচে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাদের । এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ মৃত দুই যুবকের পরিবারের লোকজন ও গ্রামবাসীরা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।

