এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ সেপ্টেম্বর : বহু প্রতিক্ষিত এসএসসি পরীক্ষা শুরু হল আজ রবিবার । মনে একরাশ সন্দেহ নিয়েই পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছেন । গোটা রাজ্যে পরীক্ষায় বসছেন ৩ লক্ষ ১৯ হাজার পরীক্ষার্থী। তার মধ্যে ১৫২ জন “দাগি” প্রার্থীও রয়েছেন বলে চাঞ্চল্যকর দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শনিবার তিনি অভিযোগ করেন,এত কিছুর পরেও ১৫২ জন দাগি প্রার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে । এমনকি খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর আত্মীয়ও এদের মধ্যে রয়েছে বলেই দাবি তাঁর। এই পরীক্ষাকে প্রহসনের পরীক্ষা বলেও কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা ।
শুভেন্দু অধিকারী বলেছেন,’১৯৫৮ জন শিক্ষক- শিক্ষিকা যে দাগি তা সবাই জানে, আমরাও জানি, তালিকাও জানে। কিন্তু এসএসসি ১৮০৬ জনের নাম ঘোষণা করেছে। আর ১৫২ জন্য দাগিকে পরীক্ষায় বসাচ্ছে। ক্রুটিযুক্ত পরীক্ষা হতে চলেছে। প্রশ্ন বিক্রি হয়েছে। এমনকি খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর আত্মীয়ও এদের মধ্যে রয়েছে ।’ এরপরই প্রশ্ন বিক্রির অভিযোগ তুলে শুভেন্দু বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে অর্থের বিনিময়ে তৃণমূলের লোকেরা পুলিশকে সঙ্গে নিয়ে ৯ বছর পরে একটা প্রহসনের পরীক্ষা করছে। এর ফল অশ্বডিম্ব হবে।’ বিজেপি ক্ষমতায় আসলে প্রতি বছর স্বচ্ছভাবে এসএসসি ও প্রাইমারির পরীক্ষা হবে বলে তিনি ঘোষণা করেন ।
জানা গেছে,জেলার মোট ৩৮ টি পরীক্ষাকেন্দ্র করা হয়েছে । পরীক্ষায় বসছেন ২০,৩০০ জন । শুধুমাত্র সদর এলাকাতে পরীক্ষায় বসছেন প্রায় ১৪ হাজার পরীক্ষার্থী । মেদিনীপুর সদর ও খড়গপুর এই দুই জায়গাতে মূল পরীক্ষা কেন্দ্র । ইতিমধ্যেই পরীক্ষা শুরু হয়ে গেছে । তবে এত কেলেঙ্কারির পর পরীক্ষার স্বচ্ছতা নিয়ে সন্দিহান খোদ পরীক্ষার্থীরা । পরীক্ষার্থীদের কারোর বক্তব্য তারা আশঙ্কায় ভুগছেন । তবে কেউ কেউ আশা ছাড়ছেন না । মনে একরাশ দোলাচল নিয়েই পরীক্ষায় বসেছেন তারা ।।