এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৭ সেপ্টেম্বর : চাঁচল থানার সামনে টানা ২২ ঘন্টা ধরে আইসির বিরুদ্ধে অবস্থান-বিক্ষোভ করে অসুস্থ হয়ে পড়লেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। অসুস্থ সাংসদকে শনিবার রাতেই চিকিৎসার জন্য মালদা টাউন স্টেশন থেকে ট্রেনে নিয়ে যাওয়া হল কলকাতায়। সাংসদের সঙ্গে ছিলেন বিজেপি নেতাকর্মীরা । সাংসদ খগেন মুর্মুর অসুস্থতার জন্য চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডুকে দায়ী করে তার কড়া সমালোচনা করেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস। তিনি আগামী দিনে ফের আইসির বিরুদ্ধে জোরদার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে রাখেন ।
প্রসঙ্গত,সম্প্রতি চাঁচল সদর এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের ঘটনা ঘটে। বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা এবং বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী সুমিত সরকারের মধ্যে গন্ডগোল, মারপিটের ঘটনা ঘটে। সেই ঘটনায় আহত হন, ‘দুপক্ষের বেশ কয়েকজন। সেই ঘটনায় চাঁচল থানার পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে। বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার চাঁচল থানার ওসির সঙ্গে কথা বলতে গিয়েছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু । কিন্তু আইসির তার সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকার করলে শুক্রবার বিকাল থেকে থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি সাংসদ । রাতে আইসির নির্দেশে থানার বাইরের সমস্ত আলো নিভিয়ে দেয় পুলিশ । তাতেও দমানো যায়নি খগেন মুর্মুকে । মোমবাতি জ্বালিয়ে ঠায় থানার সামনে বসে থাকেন তিনি । শেষ পর্যন্ত শনিবার রাতে তিনি অবস্থান-বিক্ষোভ তুলে নেন । তারপরেই অসুস্থ হয়ে পড়েন সাংসদ ।।