এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০৬ সেপ্টেম্বর : শিলিগুড়িতে ৮ তলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে এক নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷ পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম শারল্লা ঠকচম(১৫)৷ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার কদমতলা এলাকার বাসিন্দা মৃতা ছাত্রী কদমতলা বিএসএফ স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল । শুক্রবার রাতে আত্মঘাতী হওয়ার আগে সে ছাদে একটি ঘড়ি চাপা দিয়ে সুইসাইড নোটও লিখে যায় । যাতে লেখা ছিল : “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি পড়াশোনায় ভালো নই। কারোর প্রত্যাশা পূরণ করতে পারলাম না।” মাটিগাড়া থানার মেডিকেল কলেজ আউটপোস্টের পুলিশ সুইসাইড নোটটি উদ্ধার করেছে৷ আজ শনিবার মৃতদেহটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন । এদিকে এই ঘটনার পর পড়ুয়াদের মধ্যে মানসিক চাপ, পড়াশোনার চাপ এবং আত্মহত্যার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এলাকার বাসিন্দারা ৷
জানা গেছে,মৃতা ছাত্রীর মা বিএসএফে কর্মরত । তবে তার মেয়ে আবাসনে থাকত না । শুক্রবার রাতে নিজেদের আবাসনে একাই এসেছিল সে । তারপর রাত্রি প্রায় ৯ টা নাগাদ ৮ তলা আবাসনের ছাদে উঠে সেখান থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে । আবাসনের একজন বাসিন্দার কথায়,’কিছু একটা পড়ার শব্দ পেয়ে আমি জানালে দিয়ে নিচে ঝুঁকে দেখি । তখন আমি মেয়েটিকে নিচে পড়ে থাকতে দেখি । তারপর দ্রুত নিচে নেমে আসি । ইতিমধ্যে আমাদের একজন প্রতিবেশী মহিলাও ছুটে আসেন । তারপর দু’জনে মিলে মেয়েটিকে দ্রুত হাসপাতালে আনি । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।’
পুলিশ জানিয়েছে, সম্প্রতি ওই ছাত্রীর পরীক্ষার ফল খারাপ হয়েছিল। তাই পড়াশোনায় ব্যর্থতার কারণে হতাশ হয়েই মেয়েটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে মনে করছে পুলিশ । সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।।