এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ সেপ্টেম্বর : ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল৷ বৃহস্পতিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ বর্তমানে একজন নিউরোমেডিসিন চিকিৎসকের অধীনে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্নায়ুর উপর অত্যাধিক চাপের কারণে মাইল্ড ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বিজেপি বিধায়ক । তবে বর্তমানে তার শারিরীক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷
প্রসঙ্গত,বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে বিধানসভা। তৃণমূল ও বিজেপি বিধায়কদের উত্তেজনাকর পরিস্থিতিতের মাঝে মাশার্লদের ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও বঙ্কিম ঘোষ। সেই সময় বিধানসভাতেই ছিলেন অগ্নিমিত্রা পাল । রাতের দিকে অসুস্থ বোধ করলে তাকে বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । সিটি স্ক্যানে তার মাইল্ড ব্রেন স্ট্রোক ধরা পড়ে বলে জানা গেছে ।
এর আগে আসানসোলে দলীয় কর্মসূচিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন অগ্নিমিত্রা পাল । তড়িঘড়ি তিনি কলকাতায় ফিরে আসেন । রাতের দিকে শ্বাসকষ্ট, বুকে ব্যাথা অনুভব করলে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তিনি বাড়ি ফিরে আসেন । কিন্তু গতকাল রাতে ফের অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । তিন দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে, খবর হাসপাতালসূত্রে ।।