দুর্গা সপ্তশতী বা দেবী মাহাত্ম্যমের সপ্তম অধ্যায়ে, চণ্ড ও মুণ্ড নামক দুই অসুরকে বধ করেন দেবী দুর্গা। এটি মার্কণ্ডেয় পুরাণ-এর অংশ এবং ১৩টি অধ্যায় নিয়ে গঠিত একটি পবিত্র গ্রন্থ, যা দেবী দুর্গার শক্তি ও অসুরদের উপর তাঁর বিজয়ের বর্ণনা দেয়।
এই গ্রন্থকে চণ্ডী পাঠ নামেও অভিহিত করা হয় এবং এতে ৭০০ টি শ্লোক রয়েছে।এটি দেবী দুর্গার মহিমা এবং মহিষাসুর সহ বিভিন্ন অসুর শক্তির উপর তাঁর বিজয়ের কাহিনী বর্ণনা করে। এই পাঠ ভক্তদের আশীর্বাদ ও সুরক্ষা প্রদান করে বলে বিশ্বাস করা হয়।
।। চন্দমমুণ্ড বধো নাম সপ্তমোধ্যায়ঃ ॥
ধ্যানং
ধ্যায়েং রত্ন পীঠে শুকাকাল পঠিতং শ্রুণবতীন শ্যামলাঙ্গীং।
ন্যস্তৈকাংঘ্রিং সরোজে শশি শকল ধরাং বল্লকীং বাদ যংতীং কহলারাবদ্ধ মালাং নিযমিত বিলসচ্চোলিকাং রক্ত বস্ত্রাং।
মাতংগীং শংখ পাত্রাং মধুর মধুমদাং চিত্রকোদ্ভাসি ভালাং।
মাতঙ্গীং শঙ্খ পত্রমধুরা মধুমদানং চিত্রকোদভাষী ভালাং।
। ঋষিরুভাচ।
আজ্ঞপ্তাস্তে ততোদৈত্য-শচাণ্ডামুণ্ডপুরোগমঃ।
চতুরঙ্গবলোপেতা ইয়ারভূদ্যতাযুধাঃ ॥১॥
পিতামৃষ্টে ততো দেবী-মিষাদ্ধাসাম ব্যবস্থিতম্।
সিংহস্যোপরী শৈলেন্দ্র-শৃঙ্গে মহাতিকাঞ্চনে ॥২॥
তেদৃষ্টবতামসমাদাতু-মুদ্যমণচক্রুরুদয়তাঃ
আকৃষ্টচাপাসিধারা স্তথাঽন্যে তৎসমীপগঃ ॥৩॥
ততাঃ কিপাণ চাকরোচ্ছাই-রামবিকা তানারীণপ্রতি।
কোপেন চাস্য বদনাং মশিবর্ণমভূতদা ॥৪॥
ভ্রুকুটিকুটিলাত্তস্যা লালাফলকাদ্দুতম্।
কাঁই করাঃ বদনা বিনিষ্ক্রান্তাশিপাশিনী ॥৫॥
বিচিত্রখটবংগধরা নরমালবিভুষণা।
দ্বিপীচর্মাপরিধানা শুষ্কমসংসাতিভৈরব ॥৬॥
অটিভিষ্টারবদনা জিহভালালনভিষণা।
নিমগ্নারক্তনয়নানা নাদাপুরিতাদিংমুখা ॥৬॥
সা বেগেনাঽভিপতিতা ঘূতয়ংতী মহাসুরান্।
সৈন্যে তত্র সুরারীণা-মভক্ষয়ত তদ্বলম্ ॥৮॥
পার্শনিগ্রাহণকুশগ্রহী-যোধাঘণ্টাসমান্বিতান।
সমাদয়িকহস্তেনা মুখে চিক্ষেপা বর্ণাণ ॥৯॥
তথৈব যোধং তুরগৈ রথং সারথিনা সহ।
নিক্ষিপ্য বক্ষত্রে দশনৈশ্চর্ব্যতীভৈরবং ॥১০॥
একং জগ্রাহ কেশেষু গ্রীবায়ামথ চাপরং।
পাদেনাক্রম্যচৈবান্যমুরসান্যমপোথযত্ ॥১১॥
তৈরমুক্তানিচা শাস্ত্রাণি মহাস্ত্রাণী তথাসুরাইঃ।
মুখেন জাগ্রাহ রুষা দশনৈরমথিতান্যপি ॥১২॥
বালিনাম তদবলাং সর্বমসুরাংনাম দুরাত্মনাম
মমর্দাভক্ষ্যাচ্ছায়ান্যানানশচাতাড্য়াত্তাথা ॥১৩॥
অসিনা নিহতাঃ কেচিত্কেচিত্খট্বাংগতাডিতাঃ।
জগ্মুর্বিনাশমসুরা দংতাগ্রাভিহতাস্তথা ॥১৪॥
ক্ষণেন তদ্ভলং সর্ব মসুরাণাং নিপাতিতং।
দৃষ্ট্বা চংডোঽভিদুদ্রাব তাং কালীমতিভীষণাং ॥১৫॥
শ্বরবর্ণমহাভীমৈরভীমক্ষিষী তাংস মহাসুরঃ।
চাদায়মাসা চক্রৈশ্চ মুণ্ডঃ ক্ষপ্তাইঃ সহস্রশঃ ॥১৬॥
তানিচক্রানায়নেকানি বিষমানানি তন্মুখম।
বভুর্যথার্কবিংবানি সুবহূনি ঘনোদরং ॥১৭॥
ততো জহাসাতিরুষ ভীমংস ভৈরবনাদিনী।
কাঁই করুবদনা দূর্দর্শশানোজ্জ্বলা ॥১৮॥
উত্থ্যা চ মহাসিংহাসন দেবী চান্দমধাবত।
গৃহিতা চাস্য কেশেষু শিরাস্তেনাসিনাচিনত ॥১৯॥
অথ মুণ্ডো’ভ্যাধাবত্তম দ্রৃষ্টভা চন্দনম নিপাতিতম।
তমপ্যপাতা যদ্ভামৌ সা খড়গবিহতাশ্রুষা ॥২০॥
হতশেষং ততঃ সৈন্যং দৃষ্ট্বা চংডং নিপাতিতম্।
মুংডংচ সুমহাবীর্য়ং দিশো ভেজে ভয়াতুরম্ ॥২১॥
শিরশ্চনদস্য কড়ি চা গৃহিতা মুণ্ড মেভা চা।
প্রাহা প্রচাণ্ডাটহসমিশ্রমাভ্যেত্য চণ্ডিকাম ॥২২॥
মায়া তবা ত্রোপহৃদৌ চণ্ডমুণ্ডৌ মহাপশু।
যুদ্ধযজ্ঞে স্বয়ং শুংভং নিশুংভং চহনিষ্যসি ॥২৩॥
।। ঋষিরুবাচ ॥
তাবনিতৌ ততো দৃষ্টভা চণ্ড মুণ্ডৌ মহাসুরৌ।
উভাচ কাণ্ডিণী কাণ্ডি ললিতাং চণ্ডিকা বচৌ ॥২৪॥
যস্মাচ্ছাণ্ডাং চ মুণ্ডনম চ গ্রহিতা ত্বমুপাগতা।
চামুণ্ডেতি ততো লোকে ক্ষ্যাতা দেবী ভবিষ্যসি ॥২৫॥
॥ জয় জয় শ্রী মার্কংডেয় পুরাণে সাবর্নিকে মন্বংতরে দেবি মহত্ম্য়ে চংডমুংড বধো নাম সপ্তমোধ্যায় সমাপ্তম্ ॥
আহুতি
ওং ক্লীং জয়ন্তী সাংগায়ৈ সশক্তিকায়ৈ সপরিবারায়ৈ সবাহনায়ৈ কালী চামুংডা দেব্যৈ কর্পূর বীজাধিষ্ঠায়ৈ মহাহুতিং সমর্পয়ামি নমঃ স্বাহা ॥

