এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,০৩ সেপ্টেম্বর : কোচবিহারের ঘোকসাডাঙ্গা থানা এলাকার এক গৃহস্থের বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ ৷গোপন সূত্রে খবর পেয়ে ঘোকসাডাঙ্গা থানার পাড়াডুবি মাটিয়ারকুঠি গ্রামের বাসিন্দা জনৈক শ্যামল সরকারের পারিবারিক গোয়াল থেকে বাড়ি থেকে ২৪ কেজি ওজনের চার প্যাকেট অবৈধ গাঁজা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ২ মহিলাসহ ৪ জনকে। পুলিশ জানিয়েছে,ধৃতরা হলেন জলপাইগুড়ির বাসিন্দা তাপসী রায় ও মামনি বর্মন, কোচবিহারের পেটভাটার বাসিন্দা দেব রায় ও মাটিয়ারকুঠি এলাকার বাসিন্দা রিপন সরকার৷ পুলিশ এনডিপিএস আইনের (নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট) অধীনে একটি মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের একে পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের মাটিয়ারকুঠি গ্রামে জনৈক শ্যামল সরকারের বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত করা আছে বলে গোপন সূত্র থেকে পুলিশের কাছে খবর আসে । এরপর ঘোকসাডাঙ্গা থানার একটি দল সেখানে হানা দেয়৷ তল্লাসির সময় ওই ব্যক্তির গোয়াল ঘরে খড়ের আঁটি চাপা দেওয়া ২৪ কেজি ওজনের চার প্যাকেট অবৈধ গাঁজা নজরে পড়ে পুলিশের ৷ পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি ও বাজেয়াপ্ত প্রক্রিয়া সম্পন্ন হয়৷।